২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চুয়াডাঙ্গায় নানির বাড়ি থেকে ফেরা হলো না সিনথিয়ার

-

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের দোলনা চাপায় সিনথিয়া (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে আলমডাঙ্গা ভোগাইল বগাদীতে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা স্থানীয় ব্যক্তিদের সহায়তায় সিনথিয়াকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।

নিহত সিনথিয়া চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কালিদাশপুর গ্রামের সুমন হোসেনের মেয়ে।
জানা যায়, গত বৃহস্পতিবার পিতা-মাতার সাথে নানার বাড়ি আলমডাঙ্গা উপজেলার ভোগাইল বগাদীতে বেড়াতে যায় সিনথিয়া। শুক্রবার বিকেলে বগাদী প্রাথমিক বিদ্যালয় মাঠের দোলনাতে খেলার সাথিদের সঙ্গে খেলা করছিলো সে। খেলার একপর্যায়ে দোলনা থেকে পড়ে গেলে লোহার ভারী দোলনাটি সিনথিয়ার কপালে এসে আঘাত করলে গুরুতর জখম হয় সে। খবর পেয়ে পরিবারের সদস্যরা সিনথিয়াকে উদ্ধার করে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস পরীক্ষা নিরিক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, পরিবারের সদস্যদের নিকট হতে শিশুটির কপালে আঘাতের বিষয়ে জানতে পারি। ভারী লোহার দোলনার আঘাতে শিশুটির কপালের ঠিক মাঝখানে গুরুতর জখম হয়েছে। চামড়া কেটে খুলিতে গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় হাসপাতালের জরুরি বিভাগে নেয়ার পূর্বেই শিশুটির মৃত্যু হয়।


আরো সংবাদ



premium cement