২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কোরবানির গোশত ভাগ করা নিয়ে মারামারি : ৫ জনের কারাদণ্ড

কোরবানির গোশত ভাগ করা নিয়ে মারামারি : ৫ জনের কারাদণ্ড - ছবি : নয়া দিগন্ত

মাগুরার মহম্মদপুরের মৌশা উত্তর পাড়া এলাকায় কোরবানির গোশত ভাগ করা নিয়ে দু'পক্ষের মধ্যে মারামারি হয়েছে। প্রত্যক্ষভাবে মারামারিতে লিপ্ত হওয়ায় ৫ জনকে ২০ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানূর রহমান এ দণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার মৌশা উত্তর পাড়া এলাকার সব্দার ফকিরের ছেলে সোহেল ফকির ও কাজী ইদ্রিস আলীর ছেলে কাজী সোহেলের মধ্যে কোরবানির গোশত ভাগ করা নিয়ে বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে দুই পক্ষ মারামারি ও ভাংচুরে জড়িয়ে পড়ে। পরে উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।


আরো সংবাদ



premium cement