০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১, ২ শাবান ১৪৪৬
`

করোনার মধ্যে নতুন আতঙ্ক মধুমতির ভাঙন

করোনার মধ্যে নতুন আতঙ্ক মধুমতির ভাঙন
করোনার মধ্যে নতুন আতঙ্ক মধুমতির ভাঙন - সংগৃহীত

প্রাণঘাতী করোনা ভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা বিশ্ব। সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারমধ্যে মাগুরার মহম্মদপুর উপজেলায় যুক্ত হয়েছে মধুমতি নদীর ভাঙন আতঙ্ক। আর এই আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন নদী পাড়ে বসবাসকারী মানুষ।

ইতোমধ্যে উপজেলার হরেকৃষ্ণপুর এলাকায় ভাঙনের কবলে কয়েক পরিবার ঘর বাড়ি সরিয়ে নিয়েছেন। এখনই প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে হরেকৃষ্ণপুর, মহেষপুর, আড়মাঝি, ভোলানাথপুর ও ঝামা গ্রামের কয়েকশ ঘরবাড়ি-স্থাপনা নদী গর্ভে বিলিন হয়ে যাবে বলে মনে করছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, পাহাড়ী ঢল এবং উজান থেকে নেমে আসা পানিতে মধুমতি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বেশ কিছু জায়গায় ভাঙনও দেখা দিয়েছে। ভাঙন আতঙ্কে নদী পাড়ের মানুষেরা রাতে ঘুমাতে পারছে না। গত কয়েক বছরের ভাঙনে সহায় সম্বল হারিয়ে হতাশ হয়ে পড়েছেন অন্যের জমিতে আশ্রয় নিয়ে থাকা পরিবারের লোকজনেরা।

হরেকৃষ্ণপুর গ্রামের রোমেছা খানম হতাশ হয়ে বলেন, ‘আতঙ্কে ঘুমাতি পারিনে। কতবার বাড়ি ভাঙা যায়, আর কতবার গড়া যায়। অসময় ভাঙন ঠেকাতি জিও ব্যাগ ফেলে। একটু শুষ্ক মৌসুমি যদি ব্যবস্থা নিত তাহলে এই ধাক্কা আসত না।’

সোনাই বিবি বলেন, ‘ঘরবাড়ি ভাঙতি ভাঙতি এখন আর কিছুই নাই। কোন অনুদানও পাইনি। এখন পরের জায়গায় রইছি। তাও আবার ভাঙনের কবলে। দুইদিন পর ছাপড়াসহ খুলে রাখা ঘর নিয়ে এখান থেকে চলে যাওয়া লাগবি।’

স্থানীয় সবুজ মিয়া ও হাসেন উদ্দিন মোল্যাসহ কয়েকজন জানান, গত বছর সঠিক সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়ায় অর্ধশতাধিক ঘর-বাড়ি, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। প্রতিবছরই ভূমিহীন হচ্ছে কোন না কোন পরিবার। তারা কোনরকম মাথা গোজার ঠাই নেন অন্যের জায়গায়। যখন নদীতে তীব্র স্রোত থাকে, ভাঙনে তীব্রতা ভয়াবহ থাকে তখন ব্যবস্থা নেয়ার জন্য সকলেই আসে। অথচ কিছুই করার থাকে না। থেমে গেলে আর খবর রাখেন না। গতবছরের অস্থায়ী জিও ব্যাগ বৃষ্টির পানিতে ধুয়ে ধুয়ে নেমে যাচ্ছে। অল্প ভাঙন দেখা যাচ্ছে। এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া জরুরি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানূর রহমান বলেন, জায়গাগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
বর সাজিয়ে ঘোড়ার গাড়িতে স্কুল কর্মচারীর রাজকীয় বিদায় কুমিল্লায় দর্শন পরিবারের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত কুমিল্লায় বিএনপির কেন্দ্রীয় নেতাসহ ৭৯ জনের নামে হত্যা মামলা, গ্রেফতার ৩ জুলাই বিপ্লব সাংবাদিকদের মূল্যায়নের সুযোগ করে দিয়েছে : মাহমুদুর রহমান জানুয়ারিতে রেমিট্যান্স এসেছে পৌনে ২৭ হাজার কোটি টাকা ধর্ম-বর্ণ নির্বিশেষে এ দেশ সকল মানুষের নিরাপদ আবাসভূমি : প্রধান উপদেষ্টা তাবলীগের বিরোধে প্রভাব পড়েনি বিশ্ব ইজতেমায় নিবন্ধন পেল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, প্রতীক ফুলকপি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে যে দুই দলকে দেখছেন পন্টিং-শাস্ত্রী জিপিএইচ ইস্পাতের আয়োজনে গ্র্যান্ড ইভেন্ট ‘জিপিএইচ মহারাজ দরবার’ অনুষ্ঠিত বই ছাপার আগে সেন্সরশিপ করার প্রশ্নই আসে না : সংস্কৃতি উপদেষ্টা

সকল