২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঝিনাইদহে কিস্তি আদায়, এনজিও কর্মীকে ১০ হাজার টাকা জরিমানা

-

ঝিনাইদহে জোরপূর্বক ঋনের কিস্তি আদায় করার অভিযোগে সিএসএস (খৃষ্টান সার্ভিস সোসাইটি) নামের একটি এনজিওর ম্যানেজার মৃনাল বিশ্বাসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। । আজ

রোববার বিকেল ৩টার দিকে জেলা শহরের পাগলাকানাই মোড় এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: কামরুজ্জামান ও এসএম রকিবুল হাসান যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, করোনা মাহামারির মধ্যে এনজিওদের ঋণের কিস্তি আদায় করার বিষয়ে সরকার থেকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক এনজিওদের কাছ থেকে নেওযা ঋণের কিস্তি জোর করে কারো কাছ থেকে আদায় করা যাবে না। অথচ বিভিন্ন এনজিও প্রকাশ্যে ঋণের কিস্তি আদায়ের কাজটি করে আসছে। এতে করে নিন্ম মধ্যবিত্ত আয়ের মানুষেরা দিশেহারা হয়ে পড়ছেন। অনেকে বাড়ি ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।

একই সূত্র জানায়, সিএসএস নামের এনজিওর লোকজন জেলা শহরের বিভ্ন্নি পাড়া মহল্লা এবং গ্রামাঞ্চলে ঋন গ্রহিতারদের কাছ থেকে হুমকি ধামকি নানা ভয়ভীতি প্রদর্শন করে সাপ্তাহিক ও মাসিক কিন্তি আদায় কর আসছে। এমন খবরের ভিত্তিতে জেলা প্রশাসকের নির্দেশে ওই এনজিওর স্থানীয় অফিসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অভিযোগের সত্যতা হাতে নাতে প্রমাণিত হয় এবং অভিযুক্ত সিএসএস এনজিওর ঝিনাইদহ ব্রাঞ্চ ম্যানেজার মৃনাল বিশ্বাসকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: কামরুজ্জামান ও এসএম রকিবুল হাসান। অপর অভিযুক্ত একই এনজিওর আঞ্চলিক ম্যানেজার মো: হাবিবুর রহমান ক্ষমা প্রার্থনা করায় ভ্রাম্যমাণ আদালতের বিচারকগণ শেষ বাবের মত তাকে সর্তক করেন ।

এ বিষয়ে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেছেন, জোর করে হুমকি ভয়ভীতি প্রদর্শন করে এনজিও ঋণের কিস্তি আদায় কিংবা কাউকে হয়রানী করা সর্ম্পূন বে-আইনি। কেউ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো সংবাদ



premium cement
যুদ্ধ বন্ধে ট্রাম্পের সাথে বসতে চান পুতিন মাদকের টাকার জন্য মাকে হত্যা! আদানির বিরুদ্ধে ওঠা অভিযোগ ভারতীয় অর্থনীতি-রাজনীতিতে যে প্রভাব ফেলবে বিচ্ছেদে খুশি নন সায়রা-রহমান কেউই! তবুও কেন হলো অস্ট্রেলিয়ায় আদিবাসীদের সাথে বর্ণবৈষম্য, আদানির বিরুদ্ধে অভিযোগ মণিপুরে আরো ১০ হাজার জওয়ান পাঠাচ্ছে ভারত সরকার এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি 'সহানুভূতিসম্পন্ন' সব সংস্কার শেষে নির্বাচনের পক্ষে ৬৫.৯ ভাগ মানুষ সোনার দেশ- এটিই হবে ভবিষ্যতের বাংলাদেশ জুলাই বিপ্লবে আহত বাবুকে নেয়া হচ্ছে থাইল্যান্ড সৈন্যের বিনিময়ে উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়েছে রাশিয়া!

সকল