২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

চৌগাছায় মাস্ক ব্যবহার না করায় সরকারি কর্মকর্তাসহ ৫ জনকে জরিমানা

-

যশোরের চৌগাছায় মাস্ক ব্যবহার না করায় এক উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ পাঁচজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।

অন্যদিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম জনসচেতনতা বাড়াতেই বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।

তিনি বলেন, মঙ্গলবার দুপুরে পৌর শহরের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচারণা ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাস্কবিহীন ব্যক্তিদের জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাস্ক না থাকায় পাঁচজনের কাছ থেকে ২ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ সচেতনতামূলক প্রচারণায় অংশ নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, এসিল্যান্ড নারায়ণ চন্দ্র পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার লাকি, চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব, চৌগাছা পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, প্যানেল মেয়র শাহিনুর রহমান শাহিন, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আতিয়ার রহমান, স্বেচ্ছাসেবী সংগঠন অগ্রযাত্রার সভাপতি ব্যবসায়ী হাজী হাসিবুর রহমান, সাংবাদিক এইচ এম ফিরোজ হোসেন প্রমূখ।

এদিকে উপজেলা ও পৌর প্রশাসনের পক্ষ থেকে পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের নিরিবিলিপাড়া, ঋষিপাড়া, বাকপাড়া, হিন্দুপাড়া ও কারিকারপাড়া রেডজোন ঘোষণা করে লকডাউন করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধান উপদেষ্টার মৌলভীবাজারে জঙ্গল থেকে যুবকের লাশ উদ্ধার জাতীয় পতাকা নিয়ে হেঁটে দেশ ভ্রমণে দুই হাফেজ ‘রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে জাতিসঙ্ঘ স্পষ্ট রোডম্যাপ তৈরি করুক’ সোনারগাঁওয়ে এসির কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই শ্রমিক নিহত জার্মান নির্বাচনে ভোটগ্রহণ শুরু ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচার করতে হবে : রফিকুল ইসলাম খান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে পৃথক অধিদফতর গঠনের সুপারিশ ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা কুষ্টিয়ার-দৌলতপুরে চরাঞ্চলের সাইফ বাহিনীর প্রধান আটক

সকল