০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

করোনায় সোহরাওয়ার্দী হাসপাতালের সাবেক পরিচালকের মৃত্যু

প্রফেসর ডা. এ কে এম মুজিবুর রহমান - ছবি : নয়া দিগন্ত

করোনায় আক্রান্ত হয়ে ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সাবেক পরিচালক এবং সাতক্ষীরার কালিগঞ্জের কৃতি সন্তান আলহাজ্জ্ব প্রফেসর ডা. এ কে এম মুজিবুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৬২ বছর। মঙ্গলবার ভোর ৫টা ২৫ মিনিটে তিনি মারা যান।

ডা. মুজিবুর রহমানের স্ত্রী, দুই মেয়ে রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। সেখানে কিছুদিন চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়ে উঠেন। কয়েকদিন পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আবারো সিএমএইচ-এ জরুরি বিভাগে আইসোলেশনে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন।

প্রফেসর ডাঃ মুজিবুর কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের মরহুম আলহাজ্জ্ব ইউসুফ আলীর ছেলে। ব্যক্তিজীবনে তিনি অত্যন্ত সৎ, নিষ্ঠাবান, সদালাপী, পরোপকারী ও ধর্মপ্রাণ একজন মানুষ ছিলেন।

তিনি একজন সমাজসেবক ছিলেন। নিজের এলাকায় ডাঃ মুজিব-রুবি মডেল হাইস্কুল, মসজিদ, বৃদ্ধাশ্রম নির্মাণসহ অসংখ্য জনহিতকর কাজ করেছেন। এছাড়াও বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে তার ব্যাপক দানের কথা এলাকার মানুষের মুখে মুখে।

কালিগঞ্জের গণপতি গ্রামে তারই প্রতিষ্ঠিত জামে মসজিদের পাশে মঙ্গলবার তাকে দাফন করা হবে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

এদিকে প্রফেসর ডা. মুজিবুর রহমানের মৃত্যুতে তার হাতে গড়া প্রতিষ্ঠান ডা. মুজিব-রুবি মডেল হাইস্কুলের শিক্ষক, কর্মচারি, শিক্ষার্থী, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিবর্গসহ এলাকাবাসী এবং সংগঠনের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন করা হয়েছে। তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।


আরো সংবাদ



premium cement
অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজ ‘শাটডাউন’ ঘোষণা একুশে বইমেলা নিয়ে করা ফেসবুক পোস্টের বিষয়ে যা বললেন প্রেস সচিব সান্তাহারে ঘুরতে যেয়ে ট্রাকচাপায় ৩ বন্ধু নিহত মধ্যপ্রাচ্যে ইসরাইলের অবস্থান মজবুত করতে বৈঠকে বসছেন ট্রাম্প-নেতানিয়াহু জামায়াত নেতারা গলায় ফাঁসির রশি পরেছে কিন্তু পালিয়ে যায়নি : শামসুল ইসলাম রমজানে তেল, চিনি, ছোলা ও খেজুরের কোনো সঙ্কট হবে না : বাণিজ্য উপদেষ্টা উড়ন্ত সালাহর জোড়া গোলে লিভারপুলের জয় সাঈদীবিহীন চট্টগ্রামেরদ ঐতিহাসিক তাফসীর মাহফিল যেমন ছিল চাঁদার দাবিতে কর্মকর্তাকে মারধর, ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের সভাপতি গ্রেফতার বসবাসের পর্যাপ্ত ব্যবস্থা না করেই জুনে শেষ হচ্ছে পূর্বাচল প্রকল্প বাজারে তেল, চিনি, ছোলা ও খেজুরের সঙ্কট নেই : বাণিজ্য উপদেষ্টা

সকল