২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১, ১৭ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জীবননগরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

শরিফ উদ্দিন (৪৫) - ছবি : নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার জীবননগরে ঘূর্ণিঝড় আমফানে ভেঙে যাওয়া গাছের ডাল পাড়তে উঠে ডালে আটকে পড়ে এক যুবক মারা গেছেন। শুক্রবার সকাল দশটার দিকে উপজেলার পাথিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি আমফান ঝড়ে উপজেলার পাথিলা কৃষি ফার্মের একটি গাছ ক্ষতিগ্রস্থ হয়। ওই গাছের ভেঙে পড়া একটি ডাল উপজেলার বাঁকা ইউনিয়নের পাথিলা গ্রামের আবুল হোসেনের ছেলে শরিফ উদ্দিন (৪৫) শুক্রবার সকাল দশটার দিকে পাড়তে গাছে ওঠেন। গাছ থেকে ডালটি বিচ্ছিন্ন করার সাথে তিনি নিজেও পড়ে গিয়ে গাছের ডালে আটকে পড়ে মারা যান।

পরে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা গাছের ডালে আটকে পড়া শরিফ উদ্দিনের লাশ উদ্ধার করেন। এলাকাবাসী তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

বাঁকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, পাথিলা কৃষি ফার্মের একটি গাছ থেকে ডাল কেটে নামাতে গিয়ে গাছের ডালে আটকে পড়ে শরিফ উদ্দিন মারা গেছেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম করে বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


আরো সংবাদ



premium cement