২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চৌগাছায় নবজাতকের লাশ উদ্ধার

-

যশোরে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে চৌগাছা ও মহেশপুর উপজেলার সীমন্তবর্তী পুড়াপাড়া-চৌগাছা সড়কের ফকির তলা এলাকার একটি পাটক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, পাটক্ষেতে পড়ে থাকা কার্টুনের ভেতরে এলাকাবাসী নবজাতকের লাশ দেখতে পান। পরে তারা মহেশপুর পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে হাসপাতাল মর্গে নিয়ে যায়। নবজাতক শিশুটির লাশ কে বা কারা রেখে গেছে এখনো জানতে পারেনি পুলিশ।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নবজাতক বলা যাবে না। কে বা কারা একটি ভ্রণ রেখে গেছে। সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাদাহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement