চুয়াডাঙ্গার যুবক বকুল লিবিয়ায় গুলিবিদ্ধ, হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন
- দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
- ৩১ মে ২০২০, ২০:২৯, আপডেট: ৩১ মে ২০২০, ২০:২৪
পরিবার ও নিজের ভাগ্যের চাকা ঘোরাতে গিয়ে চুয়াডাঙ্গার যুবক বকুল লিবিয়ায় গুলিবিদ্ধ হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রতিমুহূর্ত মৃত্যুর সাথে লড়ছেন। জীবনকে বাজি রেখে প্রতিবছর বাংলাদেশ থেকে হাজার হাজার শ্রমিক দালাল চক্রের মাধ্যমে বিদেশ যায়।
পরিবারের পক্ষ থেকে ঘটনার বিবরণ দিতে গিয়ে সাংবাদিকদের জানান, দালালের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি খেজুরতলা গ্রামের হাসান মন্ডলের ছেলে বকুল হোসেন (২৭) নয় মাস আগে প্রায় ৪ লাখ টাকা দিয়ে স্থানীয় দালাল চক্রের মাধ্যমে লিবিয়ায় যায়। ওই সময় প্রায় অর্ধশত বাঙালি ইটালির পথে রওয়ানা হন। ২ সপ্তাহ আগে লিবিয়ার বেনগাজি থেকে মরুভূমি পাড়ি দিয়ে ত্রিপলী নেয়া হচ্ছিল তাদের। পথে মিজদাহ শহরে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে সবাইকে জিম্মি করে মানবপাচারকারী চক্র।
জিম্মি অবস্থায় তাকে অত্যাচার, নির্যাতন করার এক পর্যায়ে অভিবাসীদের হাতে এক পাচারকারী মারা যায়। এরই জেরে ২৮ মে বৃহস্পতিবার অভিবাসীদের দিকে এলোপাতাড়ি গুলি চালায় দুষ্কৃতিকারীরা। এতে ঘটনাস্থলেই ২৬ বাংলাদেশি মারা যান এবং চুয়াডাঙ্গার বকুল গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার জনাব জাহিদুল ইসলাম জানান, সরকারিভাবে যদি কোন নির্দেশনা আসে তাহলে আমরা দালাল চক্রের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা