মহেশপুরে শিশুপুত্রকে হত্যার পর মায়ের আত্মহত্যা!
- মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
- ৩০ মে ২০২০, ১০:৫২, আপডেট: ৩০ মে ২০২০, ১০:৫৪
ঝিনাইদহের মহেশপুরে ছয় বছরের ছেলেকে হত্যা করে এক মা আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শুক্রবার রাতে উপজেলার নেপা ইউনিয়নের বাকোশপোতা গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গেল রাতে শিশুপুত্র রিফাত রাব্বি (৬) ও স্ত্রী রিফা খাতুনকে (২৫) সাথে নিয়ে ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন মামুন মিয়া। রাত ৩টার দিকে গোয়াল ঘরে গরুর খাবার দিয়ে ফিরে এসে দেখেন স্ত্রী ও পুত্র বিছানায় নেই। পরে জানালা দিয়ে টর্চের আলোয় ঘরের ভিতরে দেখতে পান রিফা খাতুন গলায় ফাঁস নিয়ে ঝুলছেন। মামুন মিয়ার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে ছেলে রাব্বীকেও মৃত অবস্থায় দেখতে পায়।
পুলিশ খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে।
মহেশপুর থানার ওসি মোরশেদ হোসেন খান জানান, মৃত রিফা খাতুন মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে তদন্ত হবে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা