২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

করোনায় ডুমুরিয়ার শিক্ষকদের মানবিক উদ্যোগ

করোনায় ডুমুরিয়ার শিক্ষকদের মানবিক উদ্যোগ - প্রতীকী ছবি

করোনা পরিস্থিতিতে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন ডুমুরিয়ার এমপিওভূক্ত স্কুল কলেজ মাদরাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষক। তারা সরকারী নির্দেশনায় ১দিনের বেতন প্রদানের পাশাপাশি উপজেলা প্রশাসনের গঠিত বেসরকারি মানবিক সহায়তা সেলে ৭ লক্ষ ৩০ হাজার টাকা অনুদান দিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার মোছা. শাহনাজ বেগমের পরামর্শক্রমে মাধ্যমিক শিক্ষা অফিসারের আহবানে স্বপ্রণোদিত হয়ে শিক্ষকবৃন্দ এ অর্থ জমা দেন।

শনিবার বেসরকারি মানবিক সহায়তা সেলের মাধ্যমে শিক্ষকদের অনুদানকৃত অর্থ ১হাজার ১১৮ জন অস্বচ্ছল দু:স্থ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুদান বিতরণ করেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি।

অস্বচ্ছল শিক্ষার্থী-অভিভাবক প্রত্যেক পরিবারে ৬শ’টাকা হিসেবে নগদ আর্থিক সহায়তা হিসেবে দেয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. শাহানাজ বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক শংকর কুমার মণ্ডলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী অভিভাবকগন উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement