১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

গোলাপগঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

গোলাপগঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার -

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নে স্ত্রীকে বটি দিয়ে গলা কেটে হত্যার ঘটনায় পলাতক স্বামী এনাম উদ্দিনকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কানইঘাট উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি এনাম উদ্দিন বাঘা মাঝের মহল্লা গ্রামের মৃত হারিছ আলীর ছেলে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৩টায় অভিযান চালিয়ে মামলার ৪নং আসামি আজিরুন নেছাকে (৪০) নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি বাঘা মাঝের মহল্লা গ্রামের মন্তাই মিয়ার স্ত্রী। তার দেয়া তথ্যের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহিদ হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে নামে। শুক্রবার দুপুরে কানাইঘাট থানা পুলিশের সহায়তায় কানইঘাটের ময়না সাকিন গ্রামে বন্ধুর বাড়ি থেকে এনাম উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয় গোলাপগঞ্জ থানা পুলিশ।

উল্লেখ, ১১ মে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী শিল্পী বেগমকে বাটি দিয়ে গলা কেটে হত্যা করে এনাম উদ্দিন। এ ঘটনায় নিহত শিল্পী বেগমের ছোট ভাই মো: আব্দুছ ছামাদ বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা করেন।


আরো সংবাদ



premium cement