২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আখাউড়ার মাটিতে ফাটল, ৫০টি পরিবারকে সরিয়ে নেয়া হচ্ছে

আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা জয়পুরমুড়া পরির্দশন করছেন - ছবি : নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের জয়পুরমুড়ায় (জয়পুরটিলা) মাটিতে ফাটল দেখা দেয়ায় ৫০টি পরিবারকে সরিয়ে নেয়া হচ্ছে। রোববার সকাল থেকে সংশ্লিষ্ট পরিবারগুলো নিরাপদ স্থানে সরে যেতে শুরু করেছে। এর আগে শনিবার উপজেলা প্রশাসন এই সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করে।

উপজেলার জয়পুরমুড়া এলাকাটি পাহাড়ী এলাকার মত উচুস্থানে অবস্থিত। গত দু-একদিনে বৃষ্টিপাতের কারণে জয়পুরমুড়ার বিভিন্ন জায়গায় ফাটল দেখা দেয়। এতে জয়পুরমুড়ার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে গতকাল আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা জয়পুরমুড়া পরির্দশন করেন। জয়পুরমুড়ায় বসবাসকারী মানুষের সাথে কথা বলে তাদের খোঁজ খবর নেন। এ সময় আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহমদ নিজামী, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ কামাল ভুইয়া উপস্থিত ছিলেন।

ঘটনাস্থল পরিদর্শনের পর আইনমন্ত্রীর নির্দেশে জানমালের নিরাপত্তার স্বার্থে জয়পুরমুড়ায় বাসবাসকারী ৫০টি পরিবারকে অন্যত্র সরিয়ে নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে উপজেলা প্রশাসন। শনিবার এ উপলক্ষে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়ে, আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের জয়পুর গ্রামের জয়পুরমুড়ায় (জয়পুর টিলা) বসবাসকারীদের জানমাল ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এলাকার জনগণের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ২৪ ঘণ্টার মধ্যে বসবাসকারীদের নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে।

এ ব্যাপারে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা বলেন, বিষয়টি আইনমন্ত্রী মহোদয়কে অবহিত করা হয়েছে।

তিনি আরো বলেন, জানমালের নিরাপত্তার স্বার্থে জয়পুরমুড়ায় বাসবাসকারী ৫০টি পরিবারকে অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছে। যাদের অন্যত্র থাকার জায়গা নেই তাদেরকে স্থানীয় স্কুলগুলোতে বসবাসের জন্য বলা হয়েছে।

তিনি বলেন, আইনমন্ত্রী মহোদয় ফোনে সবার সাথে কথা বলেছেন, পরিস্থিতি অনুযায়ী এই সমস্যার সমাধান হয়ে যাবে।


আরো সংবাদ



premium cement