সহকারী কমিশনার সাইয়েমাকে ধর্ষণের হুমকিদাতা জাফর জেলে
- নয়া দিগন্ত অনলাইন
- ৩০ মার্চ ২০২০, ২১:০৭
যশোরের মনিরামপুরের সদ্য সাবেক সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানকে ধর্ষণের হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট দেয়া ব্যাংক কর্মকর্তা জাফর আহমেদকে জেলহাজতে পঠিয়েছে আদালত। সোমবার যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুলিশের রিমান্ড ও আসামির জামিন আবেদন নামঞ্জুর করে এ নির্দেশ দেয়।
সাইয়েমা রোববার জাফরের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনের নামে তথ্যপ্রযুক্তি আইনে মনিরামপুর থানায় মামলা করেন। ওই দিনই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর যাত্রাবাড়ীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করে মনিরামপুর থানায় সোপর্দ করে। ডাচ-বাংলা ব্যাংকের কর্মকর্তা জাফর যাত্রাবাড়ীর দক্ষিণ দনিয়া এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরামপুর থানার এসআই জহির রায়হান বলেন, ‘জাফর আহমেদকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত আবেদন নামঞ্জুর করে আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।’
সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় সাইয়েমা শুক্রবার উপজেলার চিনাটোলা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ‘মাস্ক না পরার অপরাধে’ তিন বৃদ্ধকে কান ধরে ওঠবস করিয়ে সমালোচিত হন তিনি। এ ঘটনায় তাকে ধর্ষণের হুমকি দিয়ে ফেসবুক স্ট্যাটাস দেন জাফর।
এদিকে, সমালোচনার মুখে শনিবার সাইয়েমাকে প্রত্যাহার করে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নিযুক্ত করা হয়। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করছে যশোরের জেলা প্রশাসক। সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা