যোগদানের চার মাসের মাথায় ওসিকে তাৎক্ষণিক বদলি, ছাত্রলীগের মিষ্টি বিতরণ
- নড়াইল সংবাদদাতা
- ২২ মার্চ ২০২০, ১১:৩৫
নড়াইলের লোহাগড়া থানার ওসি আলমগীর হোসেনকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে শনিবার (২১ মার্চ) বিকেলে তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। এদিকে ওসির তাৎক্ষণিক বদলির খবরে মিষ্টি বিতরণ করে উৎসব করেছে লোহাগড়া উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আলমগীর হোসেন গত বছরের (২০১৯) ২৩ নভেম্বর লোহাগড়া থানায় ওসি হিসেবে যোগদান করেন। তার বিরুদ্ধে বিভিন্ন পেশার মানুষের সঙ্গে ‘দুর্ব্যবহারের’ অভিযোগ রয়েছে। এদিকে, আলমগীর হোসেনের বদলির খবরে লোহাগড়া উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা লক্ষ্মীপাশা এলাকায় আনন্দ প্রকাশ করে মিষ্টিমুখ করে।
নড়াইল জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) জানান, ‘প্রশাসনিক কাজে অবহেলার’ কারণে লোহাগড়া থানার ওসি আলমগীর হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
এর আগে ২০১৯ সালের ১১ নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে লোহাগড়া থানার তৎকালীন ওসি মোকাররম হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাৎক্ষণিক স্টেশন ত্যাগ করতে বলা হয়। কর্মস্থলে যোগদানের পাঁচমাসের মধ্যে মোকাররম হোসেনকে তাৎক্ষণিক বদলি করে আলমগীর হোসেনকে লোহাগড়া থানার ওসি করা হয়। আলমগীর হোসেনকে চার মাসের মধ্যে তাৎক্ষণিক বদলি করা হলো।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা