১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

বেনাপোলে ১ লাখ ২০ হাজার ডলারসহ পাচারকারী আটক

-

বেনাপোল বাহাদুরপুর সীমান্ত এলাকা থেকে এক লাখ ২০ হাজার মার্কিন ডলারসহ জসিম উদ্দিন (৩০) নামে এক হুন্ডি পাচারকারীকে আটক করেছে বিজিবি। শনিবার সকাল ৮টায় তাকে আটক করা হয়। আটকৃত জসিম বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর গ্রামের আবু বক্করের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো: সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভারতে পাচারের সময় ধান্যখোলা মাঠ থেকে জসিমকে এক লাখ ২০ হাজার মার্কিন ডলারসহ আটক করা হয়েছে। যার বাংলাদেশি টাকার মূল্য এক কোটি ১ লাখ ৬ হাজার ৪ শ’ টাকা। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement