নারীর অধিকার নিশ্চিত করতে চান নূরজাহান মঞ্জুর
- নিজস্ব প্রতিবেদক
- ১৭ জানুয়ারি ২০১৯, ২০:২৫
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত হলে অবহেলিত নারীর অধিকার নিশ্চিত করতে চান চৌধুরী নূরজাহান মঞ্জুর। বৃহস্পতিবার মনোনয়ন ফরম সংগ্রহের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি সাতক্ষীরা পৌর যুবলীগের সহ-সভাপতি।
নূরজাহান মঞ্জুর জানান, সাতক্ষীরার উন্নয়নসহ নারীর অধিকার নিশ্চিতে কাজ করতে চান তিনি। আর সেসব নিয়েই তার পরিকল্পনার কথা তুলে ধরেন চৌধুরী নূরজাহান মঞ্জুর। তিনি আরো বলেন, অপসংস্কৃতি, সাম্প্রদায়িকতা ও অনাচার যাতে নারীর উন্নয়নে বাধা না হতে পারে তার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি।
এমপি হলে এলাকায় মানুষের জন্য কী করবেন সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে এই নারী নেত্রী বলেন, একজন সংসদ সদস্য হিসেবে জনগণের জন্য যতটা করা যায় সে চেষ্টাই থাকবে আমার। তবে সব কাজে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করতে চাই আমি। তিনি আরো বলেন, আমি একটা স্বপ্ন দেখি, একদিন পুরুষের মত সাতক্ষীরার নারীরাও দিন কিংবা রাতে যে কোন সময় নিরাপদে নির্ভয়ে চলাচল করবে। সে লক্ষ্যে আমি অনেকদিন থেকেই আইনশৃঙ্খলাসহ নানা বিষয়ের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। এমপি হলে এ বিষয়ে আমি আরো গুরুত্ব দেবো।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা