যশোরে ট্রাকের ধাক্কায় নারী নিহত
- এম এ রহিম চৌগাছা (যশোর)
- ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫১
যশোরের চৌগাছায় ইট ভাটার ট্রাকের ধাক্কায় হাসিনা বেগম (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে চৌগাছা-আন্দুলিয়া সড়কের চুলকানি বাজার ইছুপ মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত হাসিনা বেগম উপজেলার আন্দুলীয়া গ্রামের শফি উদ্দীনের স্ত্রী বলে জানা গেছে।
নিহতের প্রতিবেশী শাহ আলম বলেন, তিনি চৌগাছা ডিভাইন গার্মেন্টেস কর্মীদের শিশুদের দেখভাল করার কাজ করতেন। ঘটনার দিন তিনি চৌগাছা থেকে আসার পথে চৌগাছা-আন্দুলিয়া সড়কের চুলকানি বাজার ইছুপ মোড়ে পৌঁছালে একটি ইট ভাটার ট্রাক তার বহনকারী অটোয় ধাক্কা দেয়। এতে হাসিনা বেগম গাড়ি থেকে সিটকে পিচের রাস্তার উপর পড়ে যায়। এ সময় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা সরকারি মডেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার সুরাইয়া পারভিন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা