২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ শাবান ১৪৪৬
`

শৈলকুপায় ট্রিপল মার্ডারের ঘটনায় আটক ২

-

ঝিনাইদহের শৈলকুপায় সম্প্রতি হওয়া ট্রিপল মার্ডারের ঘটনায় সন্দেহজনকভাবে দু’জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এক প্রেস রিলিজে র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার মেজর নাইম তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে ঝিনাইদহ ও গাজীপুর থেকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ঝিনাইদহের হরিণাকুন্ড উপজেলার দৌলতপুর ইউনিয়নের ছানোয়ার হোসেন সনুর ছেলে আবু সাইদ (৩৯) ও একই উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামের আনজের হোসেনের ছেলে আনোয়ারুল ইসলাম (৩৬)।

জানা যায়, গতকাল সকালে শৈলকুপা থানায় একটি অজ্ঞাতনামা মামলা করেন নিহত হানিফের ছোট ভাই হরিণাকুন্ডু উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সাজেদুল ইসলাম ইশা। পরে সে মামলায় তাদের দু’জনকে আটক করা হয়।

র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার মেজর নাইম জানান, শৈলকুপার আলোচিত ট্রিপল মার্ডারের ঘটনায় জড়িত সন্দেহে ঝিনাইদহ শহরের সার্কিট হাউজ এলাকা থেকে আবু সাইদকে ও গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সোনাতলা থেকে আনারুল ইসলামকে আটক করা হয়। আটককৃতরা এ ঘটনার সাথে জড়িত কি না তা জানার জন্য তদন্তের স্বার্থে তাদের শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, ‘গত শুক্রবার রাতে শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর শ্মশানঘাটে ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। তবে সেখানো কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি।‘

উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি ঝিনাইদহের শৈলকুপায় নিষিদ্ধঘোষিত সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির কথিত সামরিক কমান্ডার হানিফ ও তার দুই সহযোগীকে গুলি করে হত্যা করা হয়।


আরো সংবাদ



premium cement
নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ বুধবার কেরানীগঞ্জে পরকীয়ার জেরে গৃহবধূকে হত্যা, প্রেমিক আটক তৃতীয় ম্যাচে বাংলাদেশ কাবাডি দলের জয় জাতীয় নাগরিক কমিটির কেউ চীন সফরে যাচ্ছেন না নারায়ণগঞ্জের সমাবেশে জেলা যুবদল ও ফতুল্লা বিএনপির শো ডাউন চন্দনাইশে ছাত্রশিবিরের কোরআন বিতরণ জুলাইয়ে বাংলাদেশ আসছে পাকিস্তান বাংলাদেশ-রাশিয়া সম্পর্ক আরো জোরদারের আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার কুলাউড়ায় সাংবাদিকদের সাথে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর মতবিনিময় ফ্যাসিবাদী শাসন দীর্ঘায়িত করতেই পিলখানা হত্যাকাণ্ড : ফখরুল ইসলাম শহীদ আবু সাইদের নামে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বেরোবিতে বিক্ষোভ

সকল