২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ শাবান ১৪৪৬
`

শিক্ষকদের প্রতিবাদে ভিসি ভবনে তালা দেননি কুয়েট শিক্ষার্থীরা

-

শিক্ষকদের প্রতিবাদের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসির বাসভবনে তালা না দিয়ে ফিরে গেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

এর আগে ১৮ ফেব্রুয়ারি ক্যাম্পাসে বহিরাগতদের সহায়তায় ছাত্রদলের হামলার অভিযোগকে কেন্দ্র করে ভিসির বাসভবনে তালা দেন শিক্ষার্থীরা। সোমবার রাতে সে তালা ভাঙ্গা হয়। পরে ভিসি বাসভবনে প্রবেশ করেন বলে জানা যায়।

কুয়েট শিক্ষার্থী ও শিক্ষকরা জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে কিছু শিক্ষার্থী ভিসির বাসভবনের সামনে আসেন। পরে তারা হ্যান্ডমাইকে বাসভবনে যারা রয়েছেন তাদের পাঁচ মিনিটের মধ্যে বাসা ত্যাগ করার আহ্বান জানান। এ সময় ভেতরে শিক্ষকদের সাথে বৈঠক করছিলেন ভিসি। একপর্যায়ে শিক্ষকরা গেটে এসে শিক্ষার্থীদের তালা লাগানোর বিষয়ে প্রতিবাদ করেন। এ সময় তালা লাগানো হলে শিক্ষকরা গণপদত্যাগেরও হুঁশিয়ারি দেন। পরে শিক্ষার্থীরা তালা না দিয়ে ফিরে যান।

এদিকে, শিক্ষার্থীরা ভিসির বাসভবন থেকে চলে যাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের উদ্ভুত পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. ফারুক হোসেন। এ সময় ‘শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধানের চেষ্টা চলছে’ বলে জানান তিনি।

অন্যদিকে ক্যাম্পাসের দুর্বার বাংলার সামনে প্রেস ব্রিফিং করেন শিক্ষার্থীরা। তারা বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’


আরো সংবাদ



premium cement