২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ শাবান ১৪৪৬
`

কুষ্টিয়ায় কবর থেকে ২টি কঙ্কাল চুরি

কুমারখালীতে রাতের আঁধারে কবর খুঁড়ে দুটি কঙ্কাল চুরি করা হয়েছে - ছবি : নয়া দিগন্ত

কুষ্টিয়ার কুমারখালীতে রাতের আঁধারে কবর খুঁড়ে দুটি কঙ্কাল চুরি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার চাপড়া ইউনিয়নের পাহাড়পুর-নূরপুর কবরস্থানে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রায় দুই বছর আগে বার্ধক্যজনিত কারণে মারা যান উপজেলার চাপড়া ইউনিয়নের পশ্চিম নগর সাঁওতা গ্রামের মৃত আব্দুস সাত্তারের স্ত্রী ছারা খাতুন (৮৫)। তার মৃত্যুর মাসখানেক পরেই মারা যায় তার নাতি রাতুল (১৪)। সে মনির উজ জামানের ছেলে। এছাড়া সে জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী ছিল। তাদের দু’জনের লাশ পাশাপাশি দাফন করা হয়েছিল।

মঙ্গলবার ফজর নামাজ শেষে ছারা খাতুনের ছেলে রইসুল বিশ্বাস কবর জিয়ারত করতে এসে তার মা ও ভাতিজার কবরে গর্ত দেখতে পান। এ সময় তিনি কবরের ভেতরে কোনো লাশ দেখতে পাননি। পরে পাশের একটি ভুট্টা ক্ষেতে দুটি হাড়ের টুকরো ও একটি ট্রাউজার পড়ে থাকতে দেখেন।

এ বিষয়ে রইসুল বিশ্বাসের ছেলে রিজভী বিশ্বাস বলেন, ‘বাবা সকালে কবর জিয়ারত করতে গিয়ে দাদি ও চাচাতো ভাইয়ের কবর খোঁড়া পান। ভিতরে কিছুই নেই। কবর থেকে কঙ্কাল চুরি করা হয়েছে। থানায় লিখিত অভিযোগ করব।’

নূরপুর গ্রামের কৃষক দবির উদ্দিন বলেন, ‘কবরস্থান থেকে লাশের কঙ্কাল চুরির ঘটনা প্রথমবারের মতো হওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এতে অন্যান্য লাশের স্বজনরাও ভয়ে রয়েছেন।’

ওই গ্রামেরই সামছুজ্জামান বলেন, ‘কবরস্থানে চুরির ঘটনাটি দুঃখজনক। এতে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছে। কবরস্থান এলাকায় নিরাপত্তা বাড়ানোর দাবি জানাই।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোলায়মান শেখ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কঙ্কাল চুরি হয়েছে। ঘটনাস্থল থেকে দু’টুকরো হাড় ও কিছু জিনিস জব্দ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’


আরো সংবাদ



premium cement
আমিরাতে পৌঁছেছে নারী ফুটবল দল সরকারি চাকরিতে ফ্যাসিবাদের কোনো দোসরকে বিবেচনার সুযোগ নেই : বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ ব্যাংক শিগগিরই পূর্ণ স্বায়ত্তশাসিত সংস্থায় পরিণত হবে : গভর্নর নোবিপ্রবির সাথে ইবনে সিনা ট্রাস্টের সমঝোতা স্মারক স্বাক্ষর ময়মনসিংহে কাঁঠাল গাছের উপর থেকে শিশুর লাশ উদ্ধার পটুয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের কলেজ শাখার সাবেক সভাপতি গ্রেফতার একজন হজযাত্রীও যেন ভোগান্তির শিকার না হন : প্রধান উপদেষ্টা স্থানীয় সরকার নয় জাতীয় নির্বাচনের জন্য লড়াই করেছি : মির্জা আব্বাস সশস্ত্র বাহিনীতে যথাযথ মর্যাদায় প্রথমবারের মতো পালিত হলো ‘জাতীয় শহীদ সেনা দিবস’ দিগন্ত টেলিভিশনের সাবেক ক্যামেরাপারসন নাসিরুল আলমের ইন্তেকাল পিরোজপুরে পৃথক অগ্নিকাণ্ডে পুড়ল ৪০ দোকান

সকল