২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬
`

‘মানুষের অধিকার রক্ষা ও কল্যাণ রাষ্ট্র গঠনে জামায়াত নেতাকর্মীদের কাজ করতে হবে’

জামায়াতে ইসলামীর মেহেরপুর জেলা আমির মাওলানা তাজ উদ্দীন খান - ছবি : নয়া দিগন্ত

জামায়াতে ইসলামীর মেহেরপুর জেলা আমির মাওলানা তাজ উদ্দীন খান বলেছেন, ‘জুলাই বিপ্লবের মধ্য দিয়ে নতুন স্বাধীনতা এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জন্য। নতুন স্বাধীনতাকে রক্ষা, মানুষের অধিকার ফিরিয়ে দেয়া ও ন্যায় ইনসাফ ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য জামায়াতের নেতাকর্মীদের কাজ করে যেতে হবে। আগামী দিনের পরিবর্তনের জন্য নেতাকর্মীদের এখন থেকে প্রতিটি মিনিট কাজ করতে হব।’

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে ষোলটাকা ইউনিয়ন জামায়াতের ১ নম্বর চেংগাড়া ওয়ার্ড আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

চেংগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

ষোলটাকা ইউনিয়ন জামায়াতের সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান নাজমুল হুদা, জেলা কর্মপরিষদ ও শূরা সদস্য মাওলানা আব্দুল মজিদ, জেলা কর্মপরিষদ ও শূরা সদস্য মাওলানা আব্দুর রহমান, গাংনী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম এবং কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আলম হুসাইন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে তাজ উদ্দীন খান আরো বলেন, ‘গত ১৭ বছরে আন্দোলনের মাঠে ছোট্ট জেলা মেহেরপুরে জামায়াত শিবিরের পাঁচজনকে ক্রসফায়ারের নামে গুলি করে শহীদ করা হয়েছে। ১৪টি মিথ্যা মামলা দিয়ে জেলার প্রায় ১০০ নারী কর্মীকে জেলে পাঠানো হয়েছে। ৮৬টি মামলা দিয়ে জামায়াতের প্রায় ১ হাজার নেতাকর্মীদের জেলে দেয়া হয়েছে। রিমান্ডের নামে তাদের অমানুষিক নির্যাতন করা হয়েছে। তারপরেও ইসলামী আন্দোলনের পথ থেকে আমাদের একজন নেতাকর্মীকেও টলাতে পারেনি। বরং শতগুণ শক্তি নিয়ে তারা আন্দোলনের মাঠে নেমেছেন। শুধুমাত্র আদর্শের কারণে আমরা এগুলো মেনে নিয়েছি।

তিনি আরো বলেন, ‘বিগত দিনে জামায়াতের ১১ জন শীর্ষ নেতাকে সিরিয়ালি বিচারিক হত্যা করা হয়েছে। যা পৃথিবীর ইতিহাসে নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করা হয়েছে। কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যন্ত জামায়াতের একটি অফিসও খুলতে দেয়নি। আপনারা জামায়াতকে নিষিদ্ধ করলেন তার পর পরই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। তাই ২৪ এর স্বাধীনতা জামায়াতের জন্য।’

আগামী দিনের বাংলাদেশকে গড়তে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘বিগত দিনে আমরা সব থেকে মজলুম ছিলাম, সব থেকে ক্ষতিগ্রস্থ হয়েছি। আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য আজ আমরাই ছাড় দিলাম। আমরা আইনকে হাতে তুলে নিয়ে কাউকে শাস্তি দিতে চাই না। যারা জালেম ছিল তাদের বিপক্ষে মামলা দিয়ে আদালতে নিতে চাই।’

তিনি বলেন, প্রতিপক্ষকে প্রতিহিংসার মাধ্যমে আমরা যদি শুধু প্রতিশোধই নিতে থাকি তাহলে বাংলাদেশ কখনো গড়া যাবে না। আর কোনো হিংসা বিদ্বেষ নয়, আর কোনো প্রতিশোধ নয়।’

এ সময় তিনি আগামী দিনে বাংলাদেশের পরিবর্তনের জন্য দেশের প্রতিটি মানুষের কাছে জামায়াতের দাওয়াত পৌঁছে দিতে দলের নেতাকর্মীদের কাজ করার আহবান জানান।

মাওলানা তাজ উদ্দীন খান বলেন, ‘শুধু মুখে বললেই সোনার দেশ তৈরী হয় না। সোনার দেশ তৈরী করতে হলে আগে সোনার মানুষ তৈরি করতে হবে। তার আগে কেউ যেনো সোনার বাংলা গড়ার স্বপ্ন না দেখে।’

তিনি বলেন, ‘সাবেক স্বৈরাচার শেখ হাসিনা বলেছিলেন- আমার পিয়নও চারশ কোটি টাকার মালিক। পরে হিসেব করে তার কাছে ৬২৬ কোটি টাকা পাওয়া গেছে। পিয়ন যদি ৬২৬ কোটি টাকার মালিক হয়, তাহলে তাদের নেতাদের খবর কি সেটা ভাবার বিষয়। গত ১৭ বছরে বাংলাদেশ থেকে ২৮ লক্ষ কোটি টাকা বিদেশের মাটিতে পাচার করা হয়েছে। সেই টাকার হিসেব করলে বাংলাদেশের প্রতিটি দরিদ্র মানুষের একতলা করে বাড়ি বানিয়ে দেয়া যেতো।’

তিনি বলেন, স্বৈরাচার হাসিনা আমাদের মাথার ওপরে আঠার লাখ কোটি টাকা ঋণ রেখে গেছেন। আজকে যে শিশুটি জন্মগ্রহণ করছেন সেও এক লাখ টাকা ঋণের বোঝা নিয়ে জন্মগ্রহণ করছে।’

মাওলানা তাজ উদ্দীন খান আরো বলেন, ‘আমাদের দেশে যে রুপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র তৈরী হচ্ছে সেখান থেকে শেখ হাসিনা পরিবার লুটপাট করেছে ৫৭ হাজার কোটি টাকা। যার ধাক্কা শুধু বাংলাদেশ নয়, লন্ডন পর্যন্ত লেগেছে। এই দুর্নীতির কারণেই হাসিনার মেয়ের মন্ত্রীত্ব চলে গেছে। এখন ১১টা দেশ মিলে তার মেয়ের সেই সেই দুর্নীতির তদন্ত শুরু করেছে।

আয়োজিত কর্মীসমাবেশে ষোলটাকা ইউনিয়ন জামায়াতের বিভিন্ন ইউনিটের কয়েক হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
পাঠ্যবই মুদ্রণে সফল ৩৫ প্রতিষ্ঠানকে এনসিটিবির সংবর্ধনা অপারেশন ডেভিল হান্টে আরো ৫৮৫ জন গ্রেফতার সেনা অফিসারদের হত্যার ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে সমাবেশ দেশের আকাশসীমায় সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সচেষ্ট : বিমান বাহিনী রমজানে কোনো নিত্য পণ্যের দাম বাড়বে না : অর্থ উপদেষ্টা নতুন গবেষণা ইনস্টিটিউটের আত্মপ্রকাশ মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন নাহিদের পদত্যাগের গুঞ্জন নিয়ে যা জানা গেল জার্মান নির্বাচন : বুথ ফেরত জরিপে এগিয়ে সিডিইউ কুমিল্লার বুড়িচংয়ে বসতঘর থেকে তরুণীর লাশ উদ্ধার পাবিপ্রবিতে ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সকল