২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

দামুড়হুদায় গর্তে ডুবে ৯ মাসের শিশুর মৃত্যু

দামুড়হুদায় গর্তে ডুবে ৯ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। - ছবি : নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুতুবপুরে বাড়ির আঙ্গিনায় গর্তের পানিতে ডুবে নয় মাস বয়সী তাবাচ্ছুম নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে নিজ বাড়ির আঙ্গিনায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাবাচ্ছুম দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামের তরিকুল ইসলামের মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, দুপুর ২টার দিকে বাড়ির আঙ্গিনায় বসে খেলছিল তাবাচ্ছুম। তার মা রান্নায় ব্যস্ত ছিলেন। এ সময় টিউবওয়েলের পাশে পানি রাখার জন্য ব্যবহৃত গর্তের পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা টের পেলে মৃত অবস্থায় তাবাচ্ছুমকে উদ্ধার করে।

দামুড়হুদা মডেল থানা পুলিশের (ওসি) হুমায়ুন কবীর বলেন, ঘটনাটি আমার জানা নেই। বিস্তারিত জানতে খোঁজ নিচ্ছি।


আরো সংবাদ



premium cement