ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচার করতে হবে : রফিকুল ইসলাম খান
- শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা
- ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৯
ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচার করতে হবে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে হাজার হাজার জামায়াত-শিবির নেতা-কর্মীদের নির্যাতন, জুলুম ও বিচারের নামে নাটক করে নীরিহ জামায়াত নেতাদেরকে ফাঁসি দিয়েছে। হাজার হাজার নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা ও গুলি করে মানুষ হত্যা করেছে। তাদেরকে বিচারের আওতায় এনে সুষ্ঠ বিচার করতে হবে।’
রোববার (২৩ ফেব্রুয়ারি) সাতক্ষীরার উপকূলীয় জনপদ শ্যামনগরে জামায়াতে ইসলামীর বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় সকালের মহিলা ও বিকেলে সমাবেশে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজারো নেতা-কর্মী সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়।
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘জামায়াতের কেন্দ্রীয় নেতা এ টি এম আজহারুল ইসলামকে দ্রুত মুক্তি দেয়ার দাবি জানানো হয়।’
এ সময় উপজেলা আমির মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্যাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, সাতক্ষীরা জেলা আমির অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল, শ্যামনগরের সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, মাওলানা আজিজুর রহমান, শেখ নুরুল হুদা, মাহবুবুল হক, প্রভাষক ওমর ফারুকসহ কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় পর্যায়ের নেতারা।
এ সময় বক্তারা তারা সবাই জামায়াতের ভবিষ্যৎ লক্ষ্য ও কর্মপদ্ধতি তুলে ধরেন এবং সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করার আহ্বান জানান।
বক্তারা আরো বলেন, ‘শ্যামনগর উপজেলার অবহেলিত মানুষদের উন্নয়নে সরকারকে আরো কার্যকর পদক্ষেপ নিতে হবে। এই অঞ্চলকে মডেল উপজেলায় রূপান্তর করার জন্য জামায়াত নিরলসভাবে কাজ করে যাবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা