২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

খুলনায় ইন্টার্ন চিকিৎসকদের পাঁচ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি

- ছবি : সংগৃহীত

খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা অবিলম্বে ১০ হাজার ডাক্তার নিয়োগ, ডাক্তারদের বিসিএস দেয়ার বয়সসীমা ৩৪ বছর করা ও এমবিবিএস ও বিডিএস পাশ ছাড়া কেউ ডাক্তার ডিগ্রী লিখতে পারবে না মর্মে আইন করাসহ পাঁচ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন।

আজ রোববার সকাল ৮টা থেকে কর্মবিরতি শুরু হয়েছে। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন।

খুমেক হাসপাতালে ইন্টার্ণ ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা: আরাফাত হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ‘আওয়ামী সরকার ম্যাটসদের বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন দেয়ার সম্পূর্ণ বেআইনি ও আত্মঘাতি সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করেছিল। আমরা স্বাস্থ্যখাতের বিপ্লব সাধনের জন্য পাঁচ দফা দাবি পেশ করেছি। আমাদের দাবি না মানা পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে।


আরো সংবাদ



premium cement