২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

দাবি আদায়ে ঢাকার পথে কুয়েটের ৮০ শিক্ষার্থী

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) - ছবি : সংগৃহীত

ভিসি, প্রো-ভিসির পদত্যাগ, ছাত্র-রাজনীতি নিষিদ্ধ করাসহ ছয় দফা দাবি আদায়ে ঢাকায় আসছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি অংশ।

রোববার সকাল ৮টার দিকে দু’টি বাসে করে প্রায় ৮০ জন শিক্ষার্থী ঢাকার পথে রওনা হন।

ঢাকায় পৌঁছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে দেখা করবেন বলে জানিয়েছেন তারা।

ঢাকার উদ্দেশে রওনার আগে সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ‘আমরা ক্যাম্পাসে নিরাপত্তাহীন। এ জন্য আমরা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে দেখা করব। এরপর নিরাপদ জায়গায় চলে যাব। সেখান থেকেই অনলাইনে আমাদের কার্যক্রম চলবে।’

তারা আরো বলেন, ‘যতদিন দাবি পূরণ না হচ্ছে, ততদিন ক্যাম্পাসে ফিরব না।’

উল্লেখ্য, ছাত্র-রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে গত মঙ্গলবার কুয়েটে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।

ওই ঘটনার পর থেকে হামলাকারীদের শাস্তি, ভিসি ও প্রো-ভিসির পদত্যাগ, ক্যাম্পাসে ছাত্র-রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করাসহ ছয় দফা দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।
সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement