২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

যশোর জেলা বিএনপির সভাপতি সাবু, সাধারণ সম্পাদক খোকন

অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও দেলোয়ার হোসেন খোকন - ছবি : নয়া দিগন্ত

যশোর জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হয়েছেন দেলোয়ার হোসেন খোকন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ভিপি আমান উল্লাহ আমান টাউনহল ময়দানে নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু ও শহিদুল বারী রবু। তবে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারীরা কে কতো ভোট পেয়েছেন তা জানানো হয়নি।

এর আগে দুপুর ২টা থেকে যশোর আলমগীর সিদ্দিকী হলে কাউন্সিলররা ভোট দেয়া শুরু করেন। শনিবার সকালে যশোর ঈদগাহে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথির বক্তৃতা করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


আরো সংবাদ



premium cement