২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

চুয়াডাঙ্গা মোটরসাইকেল দুর্ঘটনায় ইমাম নিহত

চুয়াডাঙ্গায় নিহত ইমাম - ছবি : নয়া দিগন্ত

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর আলম (৩৫) নামের মসজিদের এক ইমাম নিহত হয়েছেন।

আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুরে গ্রামের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম আলমডাঙ্গা খাদিমপুর গ্রামের আব্দুর রহমান বিশ্বাসের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আরাফাত হোসেন বলেন, আছরের নামাজ আদায়ের পরে সন্ধ্যার দিকে জাহাঙ্গীর আলম মারা গেছেন। পরে খোঁজ নিয়ে জেনেছি, বিকেলে জাহাঙ্গীর আলম মোটরসাইকেল যোগে ব্যক্তিগত কাজে যাচ্ছিলেন। বৃষ্টি হওয়ায় খাদিমপুর মোড়ে রাস্তায় কাদায় পিচ্ছিল হয়ে যে কোনো যানবাহনের চাকা তার কপালের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীরের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় স্বজনরা।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ওসি (তদন্ত) আজগার আলী বলেন, দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন বলে শুনেছি। এ ঘটনায় পরবর্তী আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।


আরো সংবাদ



premium cement