২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

ইবির আল কুরআন বিভাগের প্রথম পুণর্মিলনী অনুষ্ঠিত

ইবির আল কুরআন বিভাগের প্রথম পুণর্মিলনী অনুষ্ঠিত - ছবি : নয়া দিগন্ত

নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থীদের পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের সামনের থেকে একটি র‌্যালি বের করে বিভাগটির সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা।

এ সময় র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় মিলনায়তনে স্মৃতিচারণ ও আলোচনা সভায় মিলিত হয়। সভায় বিভাগের সভাপতি প্রফেসর ড. নাছির উদ্দিন মিঝির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ উপস্থিত ছিলেন।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে আকিজ গ্রুপের চেয়ারম্যান ডা: শেখ মহিউদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে প্রো-ভিসি প্রফেসর ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ প্রফেসর ড. জাহাংগীর আলম ও থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘জুলাই আন্দোলনে অনেকে জীবন দিয়েছে, কেউ পঙ্গুত্ব বরণ করেছে। তাদের সেই আত্মত্যাগের বিনিময়ে আল-কুরআন বিভাগ প্রথমবারের মতো আজকে মুক্তভাবে এ অনুষ্ঠান করতে পেরেছে। সুতরাং আপনারা আপনাদের এ সুযোগ ভালোভাবে কাজে লাগাবেন। আপনারা যে জ্ঞান অর্জন করেছেন সেটাই পৃথিবীর সবচেয়ে সেরা জ্ঞান। তাই মানুষ ও সমাজের কল্যাণে এ জ্ঞান বিতরণে আপনাদের প্রাণ নিবেদিত হবে বলে প্রত্যাশা করি।’


আরো সংবাদ



premium cement