২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো মেরামত করাই বিএনপির লক্ষ্য : তারেক রহমান

- ছবি : নয়া দিগন্ত

বিএনপির মূল লক্ষ্য ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো মেরামত করা বলে মন্তব্য করেছেন দলটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, ‘গত ১৬ বছর ধরে স্বৈরাচার শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে বিএনপিসহ বিভিন্ন গণতান্ত্রিক দলের নেতাকর্মীদের খুন, গুম ও লুটতরাজ করে। তখন নানা ধরনের নির্যাতনের মুখে বিএনপিসহ কিছু রাজনৈতিক দল রাজপথে থেকে লড়াই করেছে। এখন যারা বড় বড় কথা বলছে তারা তখন স্বৈরাচারবিরোধী আন্দোলনে মাঠে ছিল না।’

তিনি বলেন, ‘বিএনপির মূল লক্ষ্য ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো মেরামত করা। কৃষকের উৎপাদন, নারীর ক্ষমতায়ন ও স্বাস্থ্যসেবার উন্নয়ন করা। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে এসব করবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘বিএনপির কোনো কোনো নেতাকর্মী হয়ত অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। আমরা জানার সাথে সাথে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাগ্রহণ করেছি।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আগামী দিনে বিএনপির পরিকল্পনা মানুষকে জানাতে হবে। পতিত সরকার রাষ্ট্রের প্রতিটি কাঠামো ধ্বংস করে দিয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কথা বলছে, আড়াই বছর আগে বিএনপি ৩২ দফার মাধ্যমে সেটি প্রকাশ করেছে।’

তিনি বলেন, ‘এখন সময় হচ্ছে কথা বলার চেয়ে কাজ বেশি করার।’

তিনি নেতাকর্মীদের সেদিকেই নজর দেয়ার নির্দেশ দেন।

সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন দলটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, সাবেক দফতর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, নির্বাহী কমিটির সদস্য টি এস আইয়ুব, আবুল হোসেন আজাদ, সাবিরা নাজমুল মুন্নি প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানের পর এক ঘণ্টা বিরতি দিয়ে সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের দু’টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এক হাজার ৬১৬ জন কাউন্সিলর ভোট প্রদান করবেন বলে জানান নির্বাচন কমিশনের সদস্যরা। পাশের আলমগীর সিদ্দিকী হলে দুপুর ২টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। টানা ৫টা পর্যন্ত ভোট দেয়ার সুযোগ পাবেন কাউন্সিলররা।

এতে সভাপতি পদে তিনজন ও সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।


আরো সংবাদ



premium cement
যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন চবকের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন ময়মনসিংহে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন ২০২৫ ১৭ বছরের অব্যবস্থাপনা ১৫ মাসে দূর করা সম্ভব না জীবন বীমা করপোরেশনের বার্ষিক ব্যবসায় উন্নয়ন পরিকল্পনা সম্মেলন ইসলামিক ল রিসার্চ সেন্টারের উসুলুল ফিকহ কোর্সের সার্টিফিকেট বিতরণ চবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন প্রাইম ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হলেন ড. মো: মোস্তফা সাজ্জাদ বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতালের এমডি নিযুক্ত হলেন ডা: সাখাওয়াত বাংলাদেশে এমন একটি ফার্ম ২৯ মিলিয়ন ডলার পেয়েছে, যেখানে মাত্র দু’জন কর্মী : ট্রাম্প পেশাদার বক্সিংয়ে বদলে যাওয়া জীবন

সকল