২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

চুয়াডাঙ্গায় ১৫ কেজি ভারতীয় দানাদার রুপা উদ্ধার

- ছবি : নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার দর্শনা থেকে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ১৫ কেজি দানাদার রুপা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে উদ্ধার রুপাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা রাখা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে দর্শনা পীরপুরকুল্লা গ্রামে এক চোরাকারবারির কাছ থেকে এ রুপা উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬-বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হাসান জানান, চোরাচালানবিরোধী অভিযান পরিচালনার জন্য বিজিবির একটি টহলদল দর্শনা সীমান্তবর্তী এলাকার পীরপুরকুল্লা গ্রামে অবস্থান নেয়। এ সময় এক চোরাকারবারী ভারত থেকে অবৈধভাবে একটি বস্তা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। টহলদল চোরাকারবারীকে ধাওয়া করলে সে সাথে থাকা বস্তা ফেলে দিয়ে আবারো ভারতে চলে যায়। পরে বিজিবি বস্তাটি উদ্ধার করে।

এ সময় বস্তার ভেতর থেকে স্কচটেপ মোড়ানো ৩০টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটে ১৪ কেজি ৯০০ গ্রাম ওজনের দানাদার রুপা পাওয়া যায়।

এদিকে এ ঘটনায় নায়েক ইকবাল হোসেন দর্শনা থানায় একটি মামলা করেন।


আরো সংবাদ



premium cement