২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

দর্শনায় উদ্ধারকৃত ৬টি বোমা নিষ্ক্রিয় করল র‌্যাব

দর্শনায় উদ্ধারকৃত ৬টি বোমা নিষ্ক্রিয় করল র‌্যাব - ছবি : নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার দর্শনায় উদ্ধারকৃত ছয়টি বোমা কেরু চিনিকলের পুকুরপাড়ে নিস্ক্রিয় করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। এ সময় পুরো শহর ও আশপাশ এলাকা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোরে বোমাগুলো নিষ্ক্রিয় করে রাজশাহী র‌্যাবের একটি বোম নিষ্ক্রিয় টিম।

এর আগে বৃহস্পতিবার দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের রুবেল হোসেনের বাড়ির পাশে দু’টি এবং পার্শবর্তী আকন্দবাড়িয়া গ্রামের মাঝেরপাড়া মসজিদের পেছনে চারটি বোমা দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। পরে সারাদিন বোমাগুলো সেনাবাহিনী ও পুলিশ পাহারায় রেখে রাতে রাজশাহী র‌্যাবের বোম নিষ্ক্রিয় দলকে খবর দেয়। তারা সেগুলোকে উদ্ধার করে শুক্রবার ভোর ৪টার দিকে কেরু চিনিকলের পুকুরপাড়ে নিয়ে নিস্ক্রিয় করে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, এ বিষয়ে দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আ: মান্নানের ছেলে রুবেল হোসেন একটি মামলা করেছে। পরে সন্দেহভাজন দর্শনা পৌরসভার দক্ষিণ চাঁদপুর গ্রামের আজিজুল হকের ছেলে আলিহিম হোসেনকে (৫০) আটকপূর্বক প্রাথমিক জিজ্ঞাসা করা হচ্ছে। বাকি আসামিদের ধরার চেষ্টা চলছে।

চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর সার্কেল) জাকিয়া সুলতানা বলেন, ‘ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই।’

উল্লেখ্য, এর আগে ১৩, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি দর্শনা কেরু চিনিকল এলাকা থেকে পৃথকভাবে আরো ছয়টি বোমা উদ্ধার করে র‌্যাব ও যশোর সেনানীবাসের ৫৫ পদাতিক ডিভিশনের বোম ডিসপোজাল ইউনিট। পরে সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছিল। সে ঘটনায় কেরু চিনিকল কর্তৃপক্ষ পৃথক দু’টি মামলা করেছিল।


আরো সংবাদ



premium cement
মুন্সিগঞ্জে ৪ ঘণ্টায় কুকুরের কামড়ে আহত ৪০ মুন্সিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত ‘জুলাই বিপ্লবের অর্জনকে ব্যর্থ হতে দেয়া যাবে না’ জালালাবাদী এক অনন্য চিন্তাবিদ ‘ক্যাশ লেস’ করতে এভিএস চালু বাংলাদেশ ব্যাংকের আইসিটির আইনি যুক্তিহীনতা : কিভাবে তহবিল সংগ্রহের কুপন ‘কমান্ডের প্রমাণ’ হয়ে উঠল ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নবনির্মিত বাড়ি হস্তান্তর হামলার শিকার নায়িকা দিতির মেয়ে লামিয়া চৌধুরী হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো রয়ে গেছে : হারুন ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে : আহমেদ আজম খান চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

সকল