মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
- নয়া দিগন্ত অনলাইন
- ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৭
খুলনার মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। আজ শুক্রবার এসব হতাহতের ঘটনা ঘটে।
এদিন জেলার মহম্মদপুর উপজেলার নহাটা গ্রামে সকাল ৭টার সময় দ্রুতগামী বেবী ট্যাক্সির ধাক্কায় বাইসাইকেলের চালক তোবারক মোল্লা (৪০) নিহত হয়েছেন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুরহান আলী জানান, নহাটা ইটভাটার শ্রমিক তোবারক মোল্লা আজ সকাল বেলা নিজ গ্রামের বাড়ি নহাটা থেকে কর্মস্থলে নহাটা ইসভাটায় সাইকেলে যাবার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী বেবী ট্যাক্সি তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
অন্যদিকে শ্রীপুর উপজেলার সোনাতুন্দী গ্রামের দক্ষিণপাড়া নসিমনের (স্থানীয় বাহন) চাপায় নিহত হয় ছোট্ট শিশু মরিয়ম। ১৮ মাস বয়সী মরিয়ম মুরাদ হোসেনের মেয়ে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাছলিম হোসেন জানান, আজ সকাল ১০টার দিকে মরিয়ম বাড়ির পাশের রাস্তার উপর খেলার সময় দ্রুতগতির একটি নসিমন তাকে চাপা দেয়। গাড়ির চাকা তার পেটের ওপর দিয়ে উঠে গিয়েছিল।
স্থানীয়রা জানায়, নসিমনটিতে ৪০ মণ চাউল ছিল এবং পরিবহনটির ব্রেক যথাযথ ছিল না। সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা