২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

চুয়াডাঙ্গার দর্শনায় ফের ৭টি বোমার সন্ধান

চুয়াডাঙ্গায় বোমা উদ্ধারে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা। - ছবি : নয়া দিগন্ত

এবার চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর ও আকন্দবাড়ীয়া গ্রাম থেকে আরো ৭টি বোমা পাওয়া গেছে। এর মধ্যে একটি বোম বিস্ফোরিত হয়েছে। বাকিগুলো উদ্ধারে কাজ শুরু করেছে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) গ্রামবাসীর খবরে ঘটনাস্থল ঘিরে রেখেছে দর্শনা থানা পুলিশ ও সেনা সদস্যরা। এদিকে এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। দর্শনা এলাকায় একের পর এক বোমা পাওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোরে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আশু মেম্বারের বাড়ির অদূরে একটি বোমার বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। পরে খবর পেয়ে দর্শনা থানা পুলিশ সকালেই ওই এলাকায় তল্লাশি চালায়। এ সময় একটি কালো ও একটি লাল টেপ দিয়ে মোড়ানো আরো দুটি বোমার সন্ধান পেয়ে ওই স্থান ঘিরে রাখে। এরপর পার্শ্ববর্তী আকন্দবাড়িয়া গ্রামেও বোমার খোঁজ পাওয়া যায়। সেখানেও পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছে। সেখানে আরো চারটি বোমার সন্ধান পাওয়া গেছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, পৃথক দুটি স্থান থেকে ছয়টি বোমা ও একটি বিস্ফোরিত বোমার খোঁজ মিলেছে। বোমা উদ্ধারে কাজ চলছে। এ ঘটনায় আলীহিম নামে এক বোমা কারিগরকে আটক করা হয়েছে। তিনি দর্শনার দক্ষিণ চাঁদপুর গ্রামের আজিজুল হক মল্লিকের ছেলে।

এর আগে, ১৩, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি তিন দিনে দর্শনার কেরু প্রাঙ্গণ থেকে মোট ছয়টি শক্তিশালী বোমা উদ্ধার হয়েছিল।


আরো সংবাদ



premium cement
ভালুকায় পিকআপ-সিএনজি সংঘর্ষে হতাহত ৫ আমরা কারো দাবার গুটি হবো না : জামায়াত আমির ক্রিপ্টোকারেন্সির ১৫০ কোটি ডলার চুরি আমাদের বিরুদ্ধে বৈষম্য-জুলুম এখনো শেষ হয়নি : মাসুদ সাঈদী ব্রাজিলে বাস-ট্রাকের সংঘর্ষে ১২ শিক্ষার্থী নিহত শান্তি আলোচনায় জেলেনস্কির উপস্থিতিকে দরকারি মনে করেন না ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে স্টারমার ও ম্যাক্রঁ ‘কিছুই করেননি’, বললেন ট্রাম্প ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টি পূর্বাভাস ১৫ বছর পর দেশে ফিরে বোনের বাড়িতে গিয়ে প্রাণ গেল প্রবাসীর সীমান্তে বাংলাদেশী নাগরিকদের হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার আহ্বান বিজিবির বগুড়ায় ভ্যানে ট্রাকের ধাক্কা : নিহত বেড়ে ৫

সকল