২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

কুয়েটে ছাত্র রাজনীতিকে লাল কার্ড

- ছবি : নয়া দিগন্ত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা সন্ত্রাসী, ছাত্র সংগঠনসমূহ ও ভিসিকে লাল কার্ড দেখিয়েছেন।

আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে শিক্ষার্থীরা কুয়েটের দুর্বার বাংলা প্রাঙ্গণে কার্ড প্রদর্শনের এ কর্মসূচি পালিত হয়। এ সময় কুয়েটের বিভিন্ন সাইনবোর্ড, দেয়ালসহ অন্যান্যস্থানে লাল রঙ দিয়ে রক্তাক্ত কুয়েটসহ নানা গ্রাফিতি অঙ্কন করেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা ‘শিক্ষা আর সন্ত্রাস একসাথে চলে না, আমার ভাইকে মারল কেন, প্রশাসন জবাব চাই, কুয়েটে যখন রক্ত ঝরে, আবরার তোমায় মনে পড়ে, সন্ত্রাসীদের ঠিকানা, এই কুয়েটে হবে না, ইত্যাদি স্লোগান দিতে থাকেন। ক্যাম্পাসে দুর্বার বাংলায় স্থাপিত ভাস্কর্যের চোখে কালো কাপড় দিয়ে মুড়ে দেয়া হয়।

শিক্ষার্থীরা ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রমৈত্রীসহ সকল ছাত্র সংগঠনের নাম উল্লেখ করে তাদেরকে লাল কার্ড দেখানোর ঘোষণা দিয়ে জানান, কুয়েটে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চলবে না। কুয়েট সাধারণ শিক্ষার্থীদের এবং এটি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। এখানে কেউ রাজনীতি করতে চাইলে তাকে প্রবেশ করতে দেয়া হবে না বলেও জানিয়ে দেন।


আরো সংবাদ



premium cement