২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

সংস্কারের নামে সময়ক্ষেপণ জাতি মেনে নেবে না : মিজানুর রহমান মিনু

কুষ্টিয়া হাউজিং এস্টেট মাঠে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য রাজশাহী মহানগরের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু - ছবি : নয়া দিগন্ত

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য রাজশাহী মহানগরের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, ‘১৯৯৬ ও ২০০১ সালে নিরপেক্ষ নির্বাচন হয়েছে যা জাতির সামনে মাইলফলক হিসেবে পরিচিতি পেয়েছে। নিরপেক্ষ ও জবাবদিহিতামূলক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারই দেশের সংস্কারের কাজে নিজেদের সম্পৃক্ত করতে পারবেন। সংস্কারের নামে সময়ক্ষেপণ জাতি কোনো দিনই মেনে নেবে না।’

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে কুষ্টিয়া হাউজিং এস্টেট মাঠে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অধনমিতর প্রতিবাদ, পতিত ফ্যাসিবাদী ও নানামুখি ষড়যন্ত্র রুখে দিতে এবং দ্রুত জাতীয় সংসদের নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাবউদ্দিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি রেজা আহমেদ বাচ্ছু মোল্লা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, বিএনপি নেতা শওকত হাসান বুলবুল, কুমারখালী পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম প্রমানিক, ভেড়ামারা আবু দাউদ, দৌলতপুরের শহীদ সরকার মঙ্গল প্রমুখ।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেন, ‘স্বৈরাচার পতিত হলে আর কোনোদিন ফিরে আসার সুযোগ থাকে না। ইতিহাসে দেখা গেছে এ পর্যন্ত বিশ্ব মন্ডলের স্বৈরসরকার বিতাড়িত হওয়ার পর আর ফিরে আসতে পারেনি তেমনি ফ্যাসিস্ট হাসিনা সরকার আর কোনো দিনই এই বাংলার মাটিতে জায়গা পাবে না।’

তিনি আরো বলেন, ‘অন্তর্বর্তী সরকার ছয়মাস অতিবাহিত করলেও দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে। দেশ ভয়াবহ একটি স্থানে থমকে আছে। সরকারের সব স্থানেই হাসিনার প্রেতাত্মা ঘুরে বেড়াচ্ছে। তাদের অপসারণ না করা পর্যন্ত বর্তমান পরিস্থিতির স্বাভাবিকতা ফিরে আসবে না।’

মিজানুর রহমান মিনু প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, ‘হাসিনার দোসরদের প্রত্যাহার করুন। অতিদ্রুত জাতীয় নির্বাচন দিন আর জাতীয় নির্বাচনের পরই নির্বাচিত সরকার স্থানীয় সরকার নির্বাচন গুলো সম্পন্ন করবে তাতে দেশের গতি ফিরে আসবে মানুষ একটি আস্থার স্থান খুঁজে পাবে।

তিনি আরো বলেন, ‘বিএনপি শহীদ জিয়ার আদর্শের দল ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের মহান ঘোষক তিনি। তিনি দলকে দেশের মানুষের কল্যাণে গড়ে তুলেছেন তাই এই দলের প্রতিটি মানুষ দেশ দরদী ও দেশপ্রেমিক জিয়ার সৈনিক।’

তিনি বলেন, ‘কুষ্টিয়া বিএনপির ঘাটি। বিগত জাতীয় নির্বাচনে কুষ্টিয়া চারটি আসনেই ধানের শীষের জয়জয়কার থাকে। আগামীতে আপানার দলকে সুসংগঠিত করুন, সকল বিভেদ ভুলে যান, তারেক জিয়ার নেতৃত্বে আগামী বাংলাদেশ গড়ার শপথ নিন। সাধারণ মানুষের মাঝে মিশে যেয়ে তাদের আস্থা অর্জনে কাজ করুন তাহলে বিএনপির জয়জয়কার হবেই।’

জনসভাকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে জেলার সর্বত্র বিএনপি নেতাকর্মীরা প্রচার-প্রচারনা চালায়। হাজার হাজার নারী পুরুষ এই সমাবেশে যোগ দেন।


আরো সংবাদ



premium cement
বৈষম্যমুক্ত সমাজের অঙ্গীকার মাতৃভাষার জন্য জীবনদান ইতিহাসে নজিরবিহীন : প্রধান উপদেষ্টা কোন নির্বাচন আগে এই বিতর্কে সরকারের জড়ানো উচিত নয় : বিএনপি নিপাহর মতো বিপজ্জনক ক্যাম্পহিল ভাইরাস আবিষ্কার আমরা ফ্যাসিবাদের জ্বালা থেকে এখনো মুক্ত হতে পারিনি : ডা: শফিক রমজানের আগে বাজার স্থিতিশীল থাকলেও ভোজ্যতেলে সঙ্কট কাটেনি তরুণদের নেতৃত্বে ঠেলে দিয়ে বয়স্কদের গাইড করা দরকার জাতিসঙ্ঘের প্রতিবেদন হাসিনার আন্তর্জাতিক বৈধতাকে দুর্বল করবে ইসরাইলে রহস্যজনক বাস বিস্ফোরণের পর পশ্চিমতীরে অভিযানের নির্দেশ নেতানিয়াহুর সহজ জয়ে শুরু দক্ষিণ আফ্রিকার ঝিনাইদহে ৩ জনকে গুলি করে হত্যা

সকল