২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

-

যশোরের অভয়নগরে বাসের ধাক্কায় সুখদেব (২৮) নামে এক মোটসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বুড়োর দোকান বাবলাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুখদেব চলিশিয়া ইউনিয়নের একতারপুর গ্রামতলা ঋষি পাড়ার শুভ্রদেবের ছোট ছেলে। তিনি পেশায় একজন গাড়ির টায়ার ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।

জানা যায়, সুখদেব মোটরসাইকেলযোগে যাওয়ার সময় পেছন থেকে গড়াই পরিবহনের একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ‘বিকেলে গড়াই যাত্রীবাহী বাসটি মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে আরোহী নিহত হন। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।‘


আরো সংবাদ



premium cement