১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ ফাল্গুন ১৪৩১, ১৯ শাবান ১৪৪৬
`

দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইসলামি দলগুলোর পক্ষে ভোট দিন : অধ্যাপক মুজিবুর

কর্মী সম্মেলনে বক্তব্য দিচ্ছেন সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান - ছবি : নয়া দিগন্ত

দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইসলামি দলগুলোর পক্ষে ভোট দিন মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘১৬ বছর দেশে হাসিনার নেতৃত্বে স্বৈরাচারী শাসন চলেছে। গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে, নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার, গুম ও বিচারবহির্ভূত হত্যা করা হয়েছিল। ইসলামি শাসনব্যবস্থাই দিতে পারে শান্তি শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও প্রকৃত উন্নয়ন।’

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ঝালকাঠির কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য, ‘সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল বলেন, ‘দেশে আইনের শাসন ছিল না, মানবাধিকার লঙ্ঘিত হয়েছিল দিনের পর দিন। আমাদের নেতাদের জুডিশিয়াল কিলিং করা হয়েছে। আগামীতে জনগণ ভোটের মাধ্যমে এসবের জবাব দেবে, ইনশাআল্লাহ।’

কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আমরা স্মরণ করছি। তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র প্রতিষ্ঠা সাম্য ও ন্যায়ের বাংলাদেশ প্রতিষ্ঠায় নিজেদের জীবন উৎসর্গ করে দিয়ে গেছেন। ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠার মধ্যে দিয়ে ন্যায়বিচার বাস্তবায়ন করা সম্ভব।’

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য এ কে এম ফখরুদ্দীন খান রাযী বলেন, ‘দেশের জনগণ এখন পরিবর্তন চায়। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।’

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম বলেন, ‘শ্রমজীবী মানুষ দিশেহারা ছিল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দুঃসহ জীবনযাপন করছে। আমরা এ পরিস্থিতির পরিবর্তন চাই।’

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, ‘জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে লড়াই করে গেছে বছরের পর বছর। বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় জনগণের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।’

সাবেক এজিএস, বাকসু ও ব্যবসায়ী বিভাগের সিনিয়র সহ-সভাপতি শেখ নেয়ামুল করিম বলেন, ‘ছাত্রসমাজ আজ অধিকার বঞ্চিত। হাসিনা সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে গেছে। আমরা এর পরিবর্তন চাই, গুণগত শিক্ষা ও সুস্থ রাজনৈতিক পরিবেশ চাই।’

সমাবেশের সভাপতি ও ঝালকাঠি জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, ‘আজকের এই জনসমাবেশ প্রমাণ করে, জামায়াতে ইসলামী এখনো জনগণের ভালোবাসা ধরে রেখেছে। আমরা এমন শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ চাই, যেখানে সবাই তাদের মত প্রকাশ করতে পারবে।’


আরো সংবাদ



premium cement
নাইকো দুর্নীতি মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কেন তেহরান থেকে রাজধানী স্থানান্তরের কথা ভাবছে ইরান? শিবপুরে কাপড় ব্যবসায়ীর লাশ উদ্ধার কাশিয়ানীতে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ১, আহত ১৫ ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বের শীর্ষে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে ঢাকায় পতন, চট্টগ্রামে উত্থান রুশ-মার্কিন আলোচনার ক্ষুব্ধ জেলেনস্কি, ট্রাম্পের জবাব কুয়েট ভিসির পদত্যাগসহ ৫ দফা দাবি, অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ হাসিনার সাবেক সামরিক সচিব মিয়াজী আটক উদ্বোধনী ম্যাচের আগে দর্শকের আনন্দ দেবে পাকিস্তান বিমানবাহিনী শনিবার ৬ ইসরাইলি পণবন্দীকে মুক্তি দেবে হামাস

সকল