চৌগাছায় বিদ্যুতের তার জড়িয়ে যুবকের মৃত্যু
- চৌগাছা (যশোর) সংবাদদাতা
- ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৪
যশোরের চৌগাছায় রাস্তার পাশের বিদ্যুতের তার গলায় জড়িয়ে সৌরভ রহমান (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বড়খানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত সৌরভ মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং পুড়াপাড়া কাঠগড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।
এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, সৌরভ রহমান কোঁট চাঁদপুর থেকে বন্ধুদের সাথে তিনটি মোটরসাইকেলে ছয়জন বাড়ি ফিরছিল। তারা উপজেলার বড়খানপুর গ্রামের চারাবটতলার মোড়ে পৌঁছালে এ দুর্ঘটনায় পড়েন। একটি দ্রুতগামী মোটরসাইকেল রাস্তার পাশে বিদ্যুতের সাইডলাইনের তার ঝুলিয়ে রাখা বাঁশে ধাক্কা দেয়। এতে বাঁশ ভেঙে পড়ে বিদ্যুতের তার নিচে ঝুলে সৌরভের গলায় জড়িয়ে যায়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। ডাকচিৎকারে স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে সৌরভের সাথে থাকা পুড়াপাড়া গ্রামের আমিনুর রহমানের ছেলে রনি হোসেন আহত হয়ে বর্তমানে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চৌগাছা সরকারি মডেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: সুরাইয়া পারভিন বলেন, ‘তাকে হাসপাতালে আনার আগেই মারা গেছে।’
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলার মান্দারবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান।