অপারেশন ডেভিল হান্ট : খুলনায় আটক ১৮
- নয়া দিগন্ত অনলাইন
- ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৯
অপারেশন ডেভিল হান্টে খুলনা মহানগরীতে ১৮ জনকে আটক করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন আড়ংঘাটা গাইকুড় ঝাউতলার মো: রানা চৌধুরী (৩৯), নগরীর বাগমারা এলাকার রফিকুল ইসলাম পলাশ (৪০), নগরীর হাজী মহাসিন রোডের বেল্লাল হোসেন (৬০), নগরীর মিয়াপাড়া এলাকার হাবিবুবর রহমান মিনা (৭৫) ও লতিফুন্নেছা (৬৫), নগরীর রুপসাঘাট এলাকার মো: রেজাউল করিম, বানিয়াখামার এলাকার মো: রফিক (৩৮), লবণচরা সাচিবুনিয়া সরদার বাড়ি এলাকার নারায়ন চন্দ্র সরকার (৬০), বয়রা বাজার এলাকার শেখ আরিফউল্লাহ (৬০), শেখপাড়া লোহাপট্টি এলাকার মো: এস. এম. পান্না সরদার (৩৭), দৌলতপুর আঞ্জুমান রোডের মো: সোহাগ ফরাজী (৩২), আঞ্জুমান রোডের মো: শুকুর আলী (২৬), নগরীর মোহাম্মদনগর তকিম সড়কের মারুফ আহম্মেদ সুজন (২২), আড়ংঘাটা গাইকুড়ের মো: সোহাগ শেখ (৪২), শিরোমণি পশ্চিম পাড়ার শেখ সামছুর রহমান (৫০), খালিশপুর নিউজপ্রিন্ট গেটের মোস্তফা শিকদার মোস্ত বাউল (৫৩), খালিশপুর পিপলস কলোনীর মরিয়ম বেগম (৫২) ও আলতাপগোল লেনের সোহাগ দেওয়ান (৪১)।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড সিপি) আহসান হাবিব জানান, খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিভিন্নভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছে। খুলনা মহানগরীর অস্ত্রধারী সন্ত্রাসী, হত্যাকাণ্ডসহ অন্য অপরাধে জড়িত কুখ্যাত আসামিদের গ্রেফতারের জন্য সাঁড়াশি অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করা হয়েছে। সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা