শিক্ষার্থীদের ভোটে কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের নেতৃত্ব নির্বাচিত
- অনলাইন প্রতিবেদক
- ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৭
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19691907_180.jpg)
ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থী ও নেতাকর্মীদের ভোটে উৎসবমুখর পরিবেশে নেতৃত্ব নির্বাচিত করেছে কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদল। এ নির্বাচনে ৪৬২ জন ভোটে অংশ নেন।
বুধবার সকাল ১০টা থেকে কলেজ প্রাঙ্গণে দেখা যায় উৎসবমুখর পরিবেশ। ছোট ছোট টেবিলে দলের নেতাকর্মীরা বসে টোকেন বিতরণ করেছেন ভোটারদের মাঝে। ভোটাররা নাম বলে সংগ্রহ করেছেন সেসব টোকেন। কলেজের মুক্তমঞ্চের পাশেই স্থাপন করা হয়েছে পুরুষ ও নারী শিক্ষার্থীদের জন্য আলাদা বুথ।
সকাল সাড়ে ১০টার দিকে কলেজে উপস্থিত হন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ও সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল। তারা মঞ্চ প্রাঙ্গণে জাতীয় পতাকার সাথে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কাউন্সিল উদ্বোধন করেন।
নেতা নির্বাচনের এই প্রক্রিয়া সম্পর্কে নাছির উদ্দীন নাছির বলেন, 'দলে আগেও ভোট হয়েছে। তবে ওই সময় স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশ ছিল না। একটি অগণতান্ত্রিক সরকার ছিল। গণঅভ্যুত্থানের পর আমাদের সাংগঠনিক কার্যক্রম গতিশীল হয়েছে। কুষ্টিয়া সরকারি কলেজ দিয়ে এই পর্বে প্রথমবারের মতো ভোটের মাধ্যমে নেতা নির্বাচন শুরু হলো। সাধারণ শিক্ষার্থীরাই ছাত্রদলের নেতা নির্বাচন করবে। তারাই নির্ধারণ করবে তাদের নেতা কেমন হবে।’
কাউন্সিলে সভাপতি পদে প্রার্থী হয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের শেষবর্ষের শিক্ষার্থী জাসির আহমেদ মসনদ ও তৃতীয় বর্ষের মোতাসিম বিল্লাহ নয়ন। দু’জনেই বলেন, ভোটের ফলাফল যাই হোক পরস্পরকে সহযোগিতা অব্যাহত রাখবেন।
মসনদ বলেন, দলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ভোটে যদি জয়ী হই, তাহলে তাদের আস্থার প্রতিদান দেয়ার চেষ্টা করব।
অন্যদিকে নয়ন বলেন, ভোটের আবহ খুবই সুন্দর লাগছে। নেতা নির্বাচনে এখান থেকে অন্যান্য ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও শিক্ষা নিতে পারবেন। আমি যদি হেরেও যাই, তবু দলের পক্ষে সব সময় সক্রিয় থাকব।
সাধারণ সম্পাদক পদে নির্বাচনে অংশ নিয়েছেন তিনজন। তারা হলেন- সজীব আলী, শিমুল হোসেন, শোয়েব আক্তার সামি।
বিকাল ৩টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। ২৩৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন জাসির আহাম্মেদ মসনদ ও ১৫৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: শিমুল হোসেন।
নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক শাহেদ আহমেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ। এ সময় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি, সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত ও কুষ্টিয়া কলেজ ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা