দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার মৃত্যু
- দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
- ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৫
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19691896_156.jpg)
চুয়াডাঙ্গা দামুড়হুদা কুড়ুলগাছি ইউনিয়ন যুবদল নেতা রাশেদুজ্জামান হিরো (৩৪) মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অবস্থায় ইন্তেকাল করেছেন।
বুধবার(১২ ফ্রেব্রুয়ারি) সকাল ৮টার সময় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
তিনি কুড়লগাছি ইউনিয়ন যুবদলের সদস্য ছিলেন।
রাশিদুজ্জামান হিরো দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের কুড়ুলগাছি আনন্দবাজার পাড়ার আসাদুল হকের ছেলে।
পরিবারসূত্রে জানা যায়, সোমবার রাতে দর্শনা থেকে কুড়ুলগাছি নিজ বাড়িতে যাওয়ার পথে, চন্ডিপুর গ্রামের স্কুলের কাছে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎতের পোলের সাথে ধাক্কা লাগে। এ সময় তিনি পিচ রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে গ্রামের ডাক্তারের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়। পরের দিন তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাকে চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে নিয়ে যায়। পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে মারা যায়।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহীদ তিতুমীর ঘটনা সম্পর্কে বলেন, রাজশাহী থানা আমার কাছে জানতে চেয়েছিল সে সড়ক দুর্ঘনায় আহত হয়েছিল কিনা? আমি জানিয়ে দিয়েছি। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা