দামুড়হুদায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই যুবক নিহত
- দামুড়হদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
- ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৮
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19691031_11.jpg)
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা পুরাতন বাস্তবপুর গ্রামে অজ্ঞাত গাড়িতে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।
নিহতরা হলেন- পুরাতন বাস্তবপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে নাহিদ (১৯) ও একই গ্রামের সেলিম উদ্দিনের ছেলেনসুইট (২৫)।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে পুরাতন বাস্তবপুর মাদরাসা সংলগ্ন আদরের কামারের দোকানের সামনে এ দুর্ঘটনা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তবপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে নাহিদ ও সেলিম উদ্দিনের ছেলে সুইট মোটরসাইকেল যোগে রঘুনাথপুর থেকে বাস্তপুরের দিকে যাওয়ার সময় কামারের দোকানের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি গাড়ির সাথে ধাক্কা লেগে দুইজন ঘটনাস্থলে নিহত হন।
স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা মর্গে পাঠায়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করছি। দু’জনের লাশ মর্গে পাঠানো হয়েছে।