০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১, ৮ শাবান ১৪৪৬
`

বাংলাদেশীকে আটকের পর মারধর করে ছেড়ে দিলো বিএসএফ

- ছবি : সংগৃহীত

ভারতীয় সীমান্ত থেকে বাংলাদেশীকে আটকের পর মারধরে করে ছেড়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বিজিবির অনুরোধে বৃহস্পতিবার সকালে তাকে ছেড়ে দেয়া হয়। তবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আটক বাংলাদেশীকে মারধর করার প্রতিবাদ জানিয়েছে বিজিবি।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শিদ রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সূত্রটি জানিয়েছে, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৫/এমপি থেকে বাংলাদেশী নাগরিক মহিষকুন্ডি গ্রামের মহসিন মন্ডলের ছেলে রুপচাদ মন্ডলকে আটক করে বিএসএফ। এই সংবাদ পেয়ে বিজিবি-৪৭ ব্যাটলিয়নের অধিনায়ক তাৎক্ষণিক বিএসএফ-১৪৬ ব্যাটালিয়নের কমান্ড্যান্টের সাথে যোগাযোগ করে ওই বাংলাদেশী নাগরিককে মানবিক দিক বিবেচনায় ফেরত দেয়ার অনুরোধ জানান। এই অনুরোধের পরিপ্রেক্ষিতে আটক ব্যক্তিকে ওই দিন সকালে রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ ১৫৫ এমপি এর নিকট দিয়ে ফেরত পাঠানো হয়েছে।

সূত্রটি আরো জানিয়েছে, মহেশকুন্ডি বিওপির একটি টহল দল রূপচাঁদের বাড়িতে উপস্থিত হয়ে জিজ্ঞাসাবাদে জানতে পারেন যে তিনি ২০১৯ সালে অবৈধভাবে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। সেখানে তিনি কেরালা রাজ্যের অন্তর্গত কোচি শহরের এরনাকুলাম এলাকায় শ্রমিকের কাজ করতেন। এরপর ভারতের অভ্যন্তরে বিদ্যমান পরিস্থিতির কারণে দীর্ঘ পাঁচ বছর পর বাংলাদেশে ফেরত আসেন। এ সময় ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফের বাউসমারী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে। বিএসএফ সদস্যরা তাকে একপর্যায়ে মারধর করায় তিনি পিঠে, হাত ও হাঁটুতে আঘাত প্রাপ্ত হন। বর্তমানে তিনি নিজ বাড়িতে সুস্থ অবস্থায় আছেন।

বিজিবি সূত্রটি আরো জানায়, বাংলাদেশী নাগরিক রূপচাঁদ মন্ডলকে বিএসএফ সদস্যরা প্রচলিত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মারধর করায় প্রাথমিকভাবে বিষয়টি বিজিবি ৪৭ ব্যাটালিয়ন অধিনায়কের মাধ্যমে বিএসএফ কর্তৃপক্ষকে অভিযোগ ও প্রতিবাদ জানানো হয়েছে। এছাড়া আটক অন্যদের বিষয়ে আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ শেষে ফেরত প্রদানের বিষয়টি স্মরণ করে দেয়া হয়েছে। এ সম্পর্কিত একটি প্রোটেস্ট নোট শিগগিরই পাঠানো হবে বলে বিজিবি সূত্রটি জানায়।

রূপচাদ জানান, ভারতের কেরালা থেকে বাংলাদেশে আসার সময় আটক হয়ে বাংলাদেশী আরো সাতজন ও তিন ভারতীয় দালাল ভারতের জলঙ্গী থানায় পুলিশের হেফাজতে রয়েছে।

আটকরা হলেন উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের ছাতার মন্ডলের ছেলে স্বপন, রামকৃষ্ণপুর এলাকার শমসের মন্ডলের ছেলে হামিদুল ইসলাম, ভাগজোত কাষ্টমমোড় এলাকার মনিরুলের ছেলে রনি, জিন্দার আলীর ছেলে লিটন হোসেন, মোজাম হোসেনের ছেলে মহাবুল, প্রাগপুর ইউনিয়নের জয়পুর এলাকার আব্বাস আলীর ছেলে রতন ও ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের জামসেদ বিশ্বাসের ছেলে জালাল উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটকরা ভারতীয় দালালের সহায়তায় বাংলাদেশে প্রবেশের সময় ভারতের বাউশমারী ও মুধুগাড়ী বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের আটক করে। এ সময় ভারতীয় দালালদেরও আটক করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। পরে ভারতীয় তিন নাগরিকসহ আটক বাংলাদেশীদের জলঙ্গী থানা পুলিশে সোপর্দ করে বিএসএফ। জলঙ্গী থানা পুলিশ শুক্রবার সাত দিনের রিমান্ড চেয়ে বহরমপুর আদালতে তাদের সোপর্দ করেছে বলে জানা যায়।


আরো সংবাদ



premium cement
উপদেষ্টা পরিষদের ওয়েবসাইটে ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ সৈয়দপুরে রেললাইন থেকে যুবকের লাশ উদ্ধার গাজীপুরের হামলায় জড়িতদের গ্রেফতারে শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম আইন মন্ত্রণালয়ে ৩৬ ধরনের ডকুমেন্টস সত্যায়ন এখন অনলাইনে বাংলাদেশ নতুন দিনের দিকে তাকিয়ে আছে : আদিলুর রহমান গাজায় জাতিগত শুদ্ধি অভিযানের পরিকল্পনার বিরুদ্ধে জর্দান, ইরাক ও মিসরে বিক্ষোভ কাতারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী নিহত একসময় যে ঐক্য ছিল, তা ক্ষীণ হয়ে গেছে : নাহিদ ইসলাম আমতলীতে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১৭ সৌদি আরব ও আমিরাতের উদ্দেশে ঢাকা ছাড়লেন বিমানবাহিনী প্রধান দিল্লি বিধানসভায় ২৭ বছর পর জয়ী বিজেপি

সকল