সাতক্ষীরা মোটরসাইকেলের ধাক্কায় আহত বিএনপি নেতার মৃত্যু
- কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা
- ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৮
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19690577_180.jpg)
সাতক্ষীরার কালিগঞ্জে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় আহত হওয়ার ছয় দিন পর চিকিৎসাধীন অবস্থায় বিএনপি নেতা মোতাহার হোসেনের (৫৮) মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার।
মোতাহার হোসেন কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের মরহুম শামছুর রহমানের ছেলে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন শাখার সদস্য সচিব ছিলেন।
পরিবারের সদস্যরা জানায়, গত ১ ফেব্রুয়ারি দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নির্বাচিত হন মোতাহার হোসেন। ওইদিন সন্ধ্যায় ফতেপুর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক বখাটে মোটরসাইকেলচালক দ্রুত গতিতে এসে মোতাহার হোসেনকে ধাক্কা দেয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশনে ভর্তি করে। পরে তাকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শুক্রবার বেলা ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মোতাহার হোসেনকে মৃত ঘোষণা করেন।
কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম বলেন, ‘বিএনপির দুঃসময়ের কান্ডারী ছিলেন মোতাহার হোসেস। তার মৃত্যুতে দল একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারানোর ফলে যে ক্ষতি হলো তা পূরণ হওয়ার নয়।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা