০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১, ৭ শাবান ১৪৪৬
`

যশোরে শেখ মুজিবের সবচেয়ে বড় ম্যুরাল অপসারণের কাজ অব্যাহত

যশোরে শেখ মুজিবের সবচেয়ে ‘বড় ম্যুরাল’ অপসারণের কাজ অব্যাহত রয়েছে। - ছবি : নয়া দিগন্ত

যশোর জেলা প্রশাসকের কার্যালয় লাগোয়া শেখ মুজিবের সবচেয়ে ‘বড় ম্যুরাল’
অপসারণের কাজ অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিক্ষুব্ধ জনতা এই ম্যুরাল
অপসারণের কাজ শুরু করে। অপসারণের কাজে স্কেভেটর ব্যবহার করা হচ্ছে। উৎসুক জনতা অপসারণ
কাজ দেখতে ভিড় করেছে।

২০০৯ সালে যশোরের তৎকালীন জেলা প্রশাসক দুর্নীতির মামলায় কারাগারে আটক মহিবুল হক শহরের
প্রাণকেন্দ্র দড়াটানার বকুলতলায় এই ম্যুরাল স্থাপন করে আলোচনায় আসেন।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা স্কেভেটর, হাতুড়ি, শাবল নিয়ে জড়ো হয় শহরের
প্রাণকেন্দ্র বকুলতলায়। এরপর স্লোগানের তালে তালে ভাঙতে শুরু করেন তারা। এর আগে বুধবার রাত
১০টার পর থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে স্থাপিত শেখ মুজিবের ম্যুরাল ভেঙে ফেলে উত্তেজিত জনতা।

২০০৯ সালে যশোরের তৎকালীন জেলা প্রশাসক মহিবুল হক দেশের সর্ববৃহৎ ১৬ ফুট উচ্চতার এই
ম্যুরালটি নির্মাণের উদ্যোগ নেন। নির্মাণে সেসময় মোট ব্যয় হয়েছিল ২৯ লাখ ৯ হাজার ৯৫ টাকা।
এরপর ২০১২ সালের ২০ ডিসেম্বর ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ম্যুরালটির উদ্বোধন করেন।
ওই সময় যশোরের জেলা প্রশাসক ছিলেন মোস্তাফিজুর রহমান। এর নাম দেয়া হয় ‘বঙ্গবন্ধু স্মৃতি
ম্যুরাল’। রাত ৭টা ৫০ মিনিটে এই রিপোর্ট লেখা পর্যন্ত অপসারণের কাজ চলছিল।

 


আরো সংবাদ



premium cement