অমুসলিম শিক্ষার্থীদের সাথে ইবি ছাত্রশিবিরের মতবিনিময়
- ইবি সংবাদদাতা
- ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৩
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19690375_180.jpg)
৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অমুসলিম শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির করিডোরে এ সভার আয়োজন করা হয়।
ইবি ছাত্রশিবিরের শাখা সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারি ইউসুব আলীর সঞ্চালনায় এ সময় বিভিন্ন ধর্মের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ‘অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি আমাদের আহ্বান’ নামক পুস্তিকা উপহার দেয় সংগঠনটি।
এ সময় ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীরাও বক্তব্য দেন এবং তারা শিবিরের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরেন।
ইবি সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘মানুষের নৈতিক মূল্যবোধকে জাগ্রত করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা এবং একটি কল্যাণমূলক রাষ্ট্র তৈরির জন্য সৎ, দক্ষ, যোগ্য নাগরিক তৈরি করার চেষ্টা করে ইসলামী ছাত্রশিবির। ইসলামী ছাত্রশিবির শুধুমাত্র একটি রাজনৈতিক শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি একটি আদর্শিক শিক্ষাপ্রতিষ্ঠান। যার কাজ সবসময় একটি আদর্শ লালন করা, যে আদর্শ মানুষের পাশে দাঁড়ানো ও অধিকার আদায়ের কথা বলে। শিবির সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল।
এ সময় ইবি সভাপতি বিভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস দেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা