মোংলায় ভেঙে দেয়া হলো শেখ মুজিবের ম্যুরাল
- মোংলা (বাগেরহাট) সংবাদদাতা
- ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৬
ছাত্র-জনতার তোপের মুখে মোংলায় আওয়ামী লীগ সরকারের আমলে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর বিভিন্ন দফতরের সামনে স্থাপিত এসব ম্যুরাল ভাঙে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। দিনভর পৌর শিশুপার্ক, মুক্তিযোদ্ধা ভবন, উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত শেখ মুজিবের ম্যুরাল ভেঙে ফেলা হয়।
প্রতিবাদকারীরা ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’, ‘ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ফ্যাসিবাদের আস্তানা’, ‘দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা’, এমন নানা স্লোগানে পৌর শহর প্রকম্পিত করে তোলে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
বিক্ষুব্ধ ছাত্র-জনতা বলেন, ‘শেখ মুজিবের ম্যুরালগুলো ফ্যাসিবাদের প্রতীক। এগুলোকে বিগত সময়ে অতি ভক্তি দেখাতে দেখাতে সৃষ্টিকর্তার পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল। এই প্রতীকগুলো দেখে আগামীতে যাতে কেউ ফ্যাসিবাদে অনুপ্রাণিত না হয় সেজন্য আমরা এগুলো ভেঙে দিয়েছি।’