০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

ফ্যাসিবাদের পতন হওয়ায় স্বাধীনভাবে কথা বলতে পারছি : উপদেষ্টা ফরিদা

শৈলকূপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের হরিহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শৈলকূপা সম্মিলিত প্রান্তিক খামারি পরিষদ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপদেষ্টা ফরিদা। - ছবি : নয়া দিগন্ত

মৎস্য ও প্রাণি-সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘ছাত্র-জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের পতন হওয়ায় স্বাধীনভাবে মুক্ত বাতাসে কথা বলতে পারছি। তরুণদের রক্তের কাছে আমরা ঋণী। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় কথা বলতে গেলে গ্রেফতার আতঙ্কে থাকতে হতো। ওই সময় কথা বলতে গেলেই হামলা-মামলার ভয়ে দিন পার করেছি। জুলাই বিপ্লবে ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদের পতন হয়েছে।’

বুধবার (৫ জানুয়ারি) সকাল ১১টায় ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের হরিহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শৈলকূপা সম্মিলিত প্রান্তিক খামারি পরিষদ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘বর্তমান সরকার প্রান্তিক খামারিদের উন্নয়নে বদ্ধপরিকর। তাদের জন্য সব ধরনের সহায়তা প্রদান করা হবে। গবাদিপশু হাঁস-মুরগী পালনে ভ্যাকসিন সহজলভ্য ও পর্যাপ্ত রাখার আশ্বাস দেন।’

খামারিদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘তাদের প্রশিক্ষণ ও ঋণের ব্যবস্থা করা হয়েছে।’

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাঁওড় ও জলমহল জেলেদের কাছে ফিরিয়ে দিতে হবে। এ বিষয়ে তিনটি মন্ত্রণালয় কাজ করছে। এ সময় দুগ্ধ উৎপাদনে খামারিদের লাভবান করতে হাব তৈরির আশ্বাসও দেন তিনি।


আরো সংবাদ



premium cement
নোয়াখালীতে গুলিসহ গ্রেফতার ১ আগরতলায় বাংলাদেশের ভিসা কার্যক্রম শুরু, প্রথম দিনে ১২০টি আবেদন সমালোচনা আর চাপের মুখে সরকারের সামনে যে ৬ চ্যালেঞ্জ সন্তানহারা চিকিৎসক দম্পত্তি প্রতিষ্ঠা করলেন ক্যানসার ফাউন্ডেশন তিস্তা এখন উত্তরাঞ্চলের কান্না : দুলু রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে : হাসনাত আব্দুল্লাহ গাজীপুরে ‘দ্বিতীয় স্বাধীনতায় শহীদ যারা’ স্মারকের মোড়ক উন্মোচন রাজনীতিতে ফের সক্রিয় সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজান সিনহা গণহত্যার বিচারের পর নির্বাচন দিতে হবে : রফিকুল ইসলাম খান হিজাব শুধু অধিকার নয়, এটি সভ্যতার উপাদানও বটে : জাবি ভিসি ছাত্র-জনতার রক্তে অর্জিত বিজয়ের ব্যত্যয় জাতির জন্য আত্মহত্যার শামিল : অ্যাডভোকেট জুবায়ের

সকল