০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

খুলনায় চিত্রনায়িকা পপির বিরুদ্ধে বোনের জিডি

চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি - ছবি : সংগৃহীত

জমি দখলের চেষ্টার অভিযোগে চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির বিরুদ্ধে তার বোন ফিরোজা পারভীন থানায় জিডি করেছেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ফিরোজা খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানায় এ জিডি করেন।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জিডির কথা স্বীকার করেছেন।

তিনি জানান, থানার এসআই গোলাম মোস্তফা সেটা তদন্ত করছেন।

সোনাডাঙ্গা থানা সূত্রে জানা যায়, পৈত্রিক জমি দখলের নেয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার ও শিপনসহ পপি গত সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শিববাড়ি এলাকার ভাড়াটিয়া বাড়ির সামনে যান। এতে বাধা দিলে পপি ও তার স্বামী ফিরোজা পারভীনকে হুমকি দেন। পপি ও তার স্বামী বর্তমানে খুলনায় অবস্থান করছেন।

বিষয়টি নিয়ে পপির মা মরিয়ম বেগম বলেন, ‘আমার মেয়েটা আগে ভালোই ছিল। কিন্তু বিয়ের পর পাঁচ-ছয় বছর ধরে স্বামীর প্ররোচনায় আমাদের নানাভাবে হুমকি-ধামকি দিচ্ছে। তার বাবার জমি দখলের চেষ্টা করছে। আমাদের প্রতিনিয়ত হয়রানির মধ্যে রেখেছে। এই বয়সে আমরা কোথায় যাব?’

পপির মেজো বোন ফিরোজা পারভীন বলেন, ‘আমরা চার বোন, দু’ ভাই। পপি সবার বড়। সে আমাদের বাবার জমি দখলের চেষ্টা করছে অনেক বছর ধরেই। বাবার মৃত্যুর পর থেকেই তার দ্বারা আমরা হয়রানির শিকার হচ্ছি। পপি ছাড়া আমরা সবাই এক আছি। আগেও আমাদের ভয় দেখানো হয়েছে। পপি সবার জমি একাই দখল করতে চায়। স্বামীসহ পপি খুলনায় অবস্থান করছেন। আমাদের হত্যার হুমকিও দেয়া হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই।’

জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই গোলাম মোস্তফা বলেন, ‘বিষয়টি পপিদের পারিবারিক। সে কারণে দু’ পক্ষকে ডেকে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’

উল্লেখ্য, ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমার মধ্য দিয়ে পর্দায় অভিষেক হয় সাদিকা পারভীন পপির। প্রথম সিনেমা দিয়ে সাফল্য পান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক সিনেমায় কাজ করেছেন। এদিকে প্রায় চার বছর ধরে পর্দার অন্তরালে পপি। তবে এবার জমি-সংক্রান্ত বিরোধের জেরে স্বামীকে নিয়ে পপি প্রকাশ্যে এলেন।


আরো সংবাদ



premium cement